ভালবাসি তোমায়
অনেক ভালবাসি তোমায়
তবে পারবো না প্রমাণ দিতে,
যদি চাঁদ এনে দিব
তুমিই বলো কিভাবে সম্ভব আমাতে ।
যদি কথার ছলে বলে বসি
এই জান দিতে পারি তোমার জন্যে,
তুমিও সম্মতি দিলে দেও জান
তুমিই বলো আমি মরে গেলে
কে ভালবাসবে তোমার আমার মত করে ?
তুমি ভাবতে পার আমি ভীতু
আমিও স্বীকার করছি তোমার কাছে,
শুধু ভয় তোমাকে হারানোর ভয়
আমাকে ভীতু করে রেখেছে ।
তুমি যেমন মনোহরী তেমনি প্রেয়সী
তুমি মায়াবতি, জোছনা ভালবাসাতে,
আমি সব সই পারি
থাকতে পারিনা ছাড়া তোমাতে ।
তোমার মত এমন করে
কেউ রাখেনি
আগলে রাখতে আমাকে
ভালবাসার ছোট্ট আবদার করি
আর একবার সুনামি আসুক
আগলে রেখ এভাবে তোমার ভালবাসাতে ।
প্রকাশকাল : ০২/১১/২০১৭, বৃহস্পতিবার
তবে পারবো না প্রমাণ দিতে,
যদি চাঁদ এনে দিব
তুমিই বলো কিভাবে সম্ভব আমাতে ।
যদি কথার ছলে বলে বসি
এই জান দিতে পারি তোমার জন্যে,
তুমিও সম্মতি দিলে দেও জান
তুমিই বলো আমি মরে গেলে
কে ভালবাসবে তোমার আমার মত করে ?
তুমি ভাবতে পার আমি ভীতু
আমিও স্বীকার করছি তোমার কাছে,
শুধু ভয় তোমাকে হারানোর ভয়
আমাকে ভীতু করে রেখেছে ।
তুমি যেমন মনোহরী তেমনি প্রেয়সী
তুমি মায়াবতি, জোছনা ভালবাসাতে,
আমি সব সই পারি
থাকতে পারিনা ছাড়া তোমাতে ।
তোমার মত এমন করে
কেউ রাখেনি
আগলে রাখতে আমাকে
ভালবাসার ছোট্ট আবদার করি
আর একবার সুনামি আসুক
আগলে রেখ এভাবে তোমার ভালবাসাতে ।
প্রকাশকাল : ০২/১১/২০১৭, বৃহস্পতিবার
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ০২/১১/২০১৭Bah
-
সোলাইমান ০২/১১/২০১৭বেশ ভালো লাগলো পাঠ করে। অনেক শুভেচ্ছা আপনার জন্যে।
-
মধু মঙ্গল সিনহা ০২/১১/২০১৭সুন্দর কবিতা।