www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার অভিমান

তোমার অভিমান

আকাশে বিশালতা আর তোমার ভালবাসা
আজও মাপা গেল না,
তুমি না আকাশ কে কত বড়
আজও বোঝা গেল না ।

জমিয়ে রেখেছি অজস্র ভালবাসা
আমার বুকের মাঝে
তোমায় দেব বলে ভেবে রেখেছি
একটু আস না কাছে।

আসি বলে সেই কবে গেলে চলে
আর কভু ফিরে এলে না,
কোথায় হারিয়ে গেলে
কিছু বলে গেলে না।

কখনো প্রশ্ন করিনি তোমায়
আজও করবো না ভাবছি
মন তো মানে না
তাই অগোচরে কাঁদছি।

আকাশ যতটা দুরে
চাইলেই ছোয়া যায় না,
তুমিও তাই তোমায় ডাকলেও
তুমি কোন সাড়া দেও না ।

আমি বুঝে গেছি
আকাশের চেয়ে বড় তুমি
আকাশ তবুও তো কাঁদে
তুমি রইলে সেই অভিমানী ।
মনে রেখ আজও তোমার
হৃদয় উজার করে ভালবাসি।

প্রকাশকাল : ০১/১১/২০১৭, বুধবার, প্রাতঃকাল
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আজাদ আলী ০১/১১/২০১৭
    Nice poem dear poet
  • সোলাইমান ০১/১১/২০১৭
    অনবদ্য! ছন্দ আর ভাবে মুগ্ধ কবিতা! শুভেচ্ছা প্রিয় কবি ...
  • অ ন ব দ্য।
  • কে. পাল ০১/১১/২০১৭
    Opurbo
  • সুশান্ত সরকার ০১/১১/২০১৭
    ধন্য হলাম এমন অভিমানী কবিতা পড়ে।
  • মধু মঙ্গল সিনহা ০১/১১/২০১৭
    দারুণ লেখা
  • সাঁঝের তারা ০১/১১/২০১৭
    অপূর্ব ...
    • রনি বিশ্বাস ০১/১১/২০১৭
      ধন্যবাদ কবিবন্ধু । আপনার উৎসাহ মূলক মন্তব্যের জন্য । ভাল থাকবেন । পাশে থাকবেন ।
 
Quantcast