তোমার অভিমান
তোমার অভিমান
আকাশে বিশালতা আর তোমার ভালবাসা
আজও মাপা গেল না,
তুমি না আকাশ কে কত বড়
আজও বোঝা গেল না ।
জমিয়ে রেখেছি অজস্র ভালবাসা
আমার বুকের মাঝে
তোমায় দেব বলে ভেবে রেখেছি
একটু আস না কাছে।
আসি বলে সেই কবে গেলে চলে
আর কভু ফিরে এলে না,
কোথায় হারিয়ে গেলে
কিছু বলে গেলে না।
কখনো প্রশ্ন করিনি তোমায়
আজও করবো না ভাবছি
মন তো মানে না
তাই অগোচরে কাঁদছি।
আকাশ যতটা দুরে
চাইলেই ছোয়া যায় না,
তুমিও তাই তোমায় ডাকলেও
তুমি কোন সাড়া দেও না ।
আমি বুঝে গেছি
আকাশের চেয়ে বড় তুমি
আকাশ তবুও তো কাঁদে
তুমি রইলে সেই অভিমানী ।
মনে রেখ আজও তোমার
হৃদয় উজার করে ভালবাসি।
প্রকাশকাল : ০১/১১/২০১৭, বুধবার, প্রাতঃকাল
আকাশে বিশালতা আর তোমার ভালবাসা
আজও মাপা গেল না,
তুমি না আকাশ কে কত বড়
আজও বোঝা গেল না ।
জমিয়ে রেখেছি অজস্র ভালবাসা
আমার বুকের মাঝে
তোমায় দেব বলে ভেবে রেখেছি
একটু আস না কাছে।
আসি বলে সেই কবে গেলে চলে
আর কভু ফিরে এলে না,
কোথায় হারিয়ে গেলে
কিছু বলে গেলে না।
কখনো প্রশ্ন করিনি তোমায়
আজও করবো না ভাবছি
মন তো মানে না
তাই অগোচরে কাঁদছি।
আকাশ যতটা দুরে
চাইলেই ছোয়া যায় না,
তুমিও তাই তোমায় ডাকলেও
তুমি কোন সাড়া দেও না ।
আমি বুঝে গেছি
আকাশের চেয়ে বড় তুমি
আকাশ তবুও তো কাঁদে
তুমি রইলে সেই অভিমানী ।
মনে রেখ আজও তোমার
হৃদয় উজার করে ভালবাসি।
প্রকাশকাল : ০১/১১/২০১৭, বুধবার, প্রাতঃকাল
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আজাদ আলী ০১/১১/২০১৭Nice poem dear poet
-
সোলাইমান ০১/১১/২০১৭অনবদ্য! ছন্দ আর ভাবে মুগ্ধ কবিতা! শুভেচ্ছা প্রিয় কবি ...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০১/১১/২০১৭অ ন ব দ্য।
-
কে. পাল ০১/১১/২০১৭Opurbo
-
সুশান্ত সরকার ০১/১১/২০১৭ধন্য হলাম এমন অভিমানী কবিতা পড়ে।
-
মধু মঙ্গল সিনহা ০১/১১/২০১৭দারুণ লেখা
-
সাঁঝের তারা ০১/১১/২০১৭অপূর্ব ...