তোর চোখ
তোর ঐ চোখের কোণে
কি এক স্বপ্ন আঁকে,
আমি হারিয়ে যেতে চাই
তোর ঐ চোখের বাঁকে।
দিস না বাঁধা বন্ধু তুই
আমি আজ শুনবো না কোন কথা,
আজ চলবে শুধু নিরবতা
শুধু অনুরোধ তুই চোখের পলক ফেলিস না।
কি আছে তোর ঐ চোখে
কি জাদু আঁকিস স্বযতনে,
আমি খুজি পথ
তোর মায়াবনে।
বন্ধু আমি আমি হারিয়ে যেতে চাই
তোর ঐ চোখের বাঁকে।
কি এক স্বপ্ন আঁকে,
আমি হারিয়ে যেতে চাই
তোর ঐ চোখের বাঁকে।
দিস না বাঁধা বন্ধু তুই
আমি আজ শুনবো না কোন কথা,
আজ চলবে শুধু নিরবতা
শুধু অনুরোধ তুই চোখের পলক ফেলিস না।
কি আছে তোর ঐ চোখে
কি জাদু আঁকিস স্বযতনে,
আমি খুজি পথ
তোর মায়াবনে।
বন্ধু আমি আমি হারিয়ে যেতে চাই
তোর ঐ চোখের বাঁকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুশান্ত সরকার ০১/১১/২০১৭ভালো লাগলো কবি বন্ধু
-
মধু মঙ্গল সিনহা ৩১/১০/২০১৭খুব ভালো লাগলো।অনেক ধন্যবাদ প্রিয় কবি।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩০/১০/২০১৭অ ন ব দ্য।
-
সোলাইমান ৩০/১০/২০১৭খুব সুন্দর কবিতা । অপূর্ব ছন্দ ।
-
আজাদ আলী ৩০/১০/২০১৭Fine dear poet