বাবা তুমি আছো বলে
সবাই যখন বলে সম্ভব না,আপনি করতে পারবেন না,তখন তুমি বলো আমার দ্বারা সম্ভব। সবাই যখন বলে অনেক হয়েছে এবার থামুন,তুমি তখন বলো কিছুই হয় নাই,এখন ও অনেক পথ বাকি. আমই নিজে ও নিজের উপর এতটা বিশ্বাস করি না যতটা তুমি করো।সত্যিই বলতে কী যখন যখন আমি রাস্তা হারিয়েছি,তখন তো তুমি আমাকে রাস্তা বলে দিয়েছো। সত্যি বাবা তুমি না থাকলে আমার কী হত,তুমি আছো বলে অভাব কী বুঝিনী। তুমি আছো বলে আমি কখনো হার মানিনী। তুমি তো বলেছো যাতে কখনো হার না মানি. তুমি তো শিখিওছো ভয় কে কী ভাবে জয় করতে হয়। সত্যি বাবা তুমি না থাকলে আমি অনেক আগে হার মনে নিতাম, আমি খুব ভাগ্যবান তোমার মত একজন বাবা পেয়েছি... বাবা নয় বন্দুর মত আগলে রেখেছো..
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ০২/১০/২০১৭চমৎকার লেখা্।
-
মধু মঙ্গল সিনহা ০২/১০/২০১৭অন্তরিক ধন্যবাদ।অসাধারন লিখনি
-
সমির প্রামাণিক ০২/১০/২০১৭বাবা তো এমনই। যিনি প্রয়োজনে বাহ বাহ বলেন আবার পাশে থাকেন বাবার মতো। খুব সুন্দর। শুভকামনা।
-
মল্লিকা রায় ০২/১০/২০১৭বাবা ছেলের সম্পর্কে সত্যি অাপ্লুত হলাম ।
জীবনের ভুল ভ্রান্তিতে এমন পিতার সান্নিধ্য সত্যিই
চিনতে শেখায় মনুষ্যত্ব ।খুব ভাল লাগল । -
আজাদ আলী ০২/১০/২০১৭Valo
-
অমিত শমূয়েল সমদ্দার ০২/১০/২০১৭অসাধারন লিখনি