মা
শূন্য ঘরে একা
আমি কাঁদি যখন মা
তোমার মত কেউ যে
আমায় আদর করে না।
একা কাঁদি কেউ দেখে না,
কেউ নেয় না খোঁজ।
তোমার মত ভালোবাসা,
কেউ দেয় না রোজ।
দুংখ পেলে আমি মা-গো,
তুমি আগে কাঁদো
মা-গো তোমার সাথে কার ও হয় না তুলনা
আমি কাঁদি যখন মা
তোমার মত কেউ যে
আমায় আদর করে না।
একা কাঁদি কেউ দেখে না,
কেউ নেয় না খোঁজ।
তোমার মত ভালোবাসা,
কেউ দেয় না রোজ।
দুংখ পেলে আমি মা-গো,
তুমি আগে কাঁদো
মা-গো তোমার সাথে কার ও হয় না তুলনা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ২৯/০৯/২০১৭Omaik
-
আজাদ আলী ২৯/০৯/২০১৭Good writing
-
Tanju H ২৯/০৯/২০১৭অসাধারন।
-
কামরুজ্জামান সাদ ২৯/০৯/২০১৭ঘড়ে < ঘরে