বাংলা আমার ভাষা
কবিদের কবি আমি
কবি নজরুলের মতো ভাবি ৷
অসহায় দুরস্ত অজস্র
সহস্র কবিতা নাহি লিখি ৷
কবিতার মাঝে নিজের
নামটাই তুলে ধরি ৷
আমি হই নাই কোনো জাতীয়
কবি,
বুঝি নাই কোনো ভাষা ৷
তবুও আমি বাংলায় লিখি,
বাংলা আমার ভাষা ৷
কবি নজরুলের মতো ভাবি ৷
অসহায় দুরস্ত অজস্র
সহস্র কবিতা নাহি লিখি ৷
কবিতার মাঝে নিজের
নামটাই তুলে ধরি ৷
আমি হই নাই কোনো জাতীয়
কবি,
বুঝি নাই কোনো ভাষা ৷
তবুও আমি বাংলায় লিখি,
বাংলা আমার ভাষা ৷
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৭/১১/২০১৬মাতৃভাষার টান
-
সোলাইমান ১৭/১১/২০১৬খুব ভাল
-
মোঃ সোহেল মাহমুদ ১৬/১১/২০১৬ভালো লিখেছেন।