অভ্র
যদি জানতাম
রমজান বিন শাহজাহান
যদি জানতাম এটাই আমাদের শেষ দেখা,
আর একটু বেশি সময় তোমার দিকে চেয়ে থাকতাম।
যদি জানতাম তোমার হাতে হাত রেখে এটাই শেষ পথচলা,
আর একটু বেশি সময় তোমার হাতটাকে আঁকড়ে ধরে রাখতাম।
যদি জানতাম এটাই আমার কাঁধে ফেলা তোমার শেষ নিঃশ্বাস, আমার কানে বলা তোমার শেষ ধ্বনি, আমার চোখে বুলানো তোমার শেষ স্পর্শ,
তাহলে হয়ত আরও কিছুক্ষন তোমাতে বাঁচতে চাইতাম।
অনেক কথা বলার ছিল তোমায়।
যদি জানতাম এটাই আমাদের মুখোমুখি আলাপের শেষ সন্ধ্যা,
তাহলে হয়ত কাব্যের অভাবে হারিয়ে যাওয়া অগোছাল শব্দগুলোকে আরও একবার সাজানোর বৃথা চেষ্টা করতাম।
যদি সত্যিই জানতাম এটাই আমাদের অধিকার বোধের শেষ মুহূর্ত, আমাদের একান্ত শেষ স্মৃতি,
তাহলে হয়ত কিছুটা রাগ, কিছুটা অভিযোগ, কিছুটা অভিমান, কিছুটা অভিনয়, কিছুটা স্বার্থপরতাকে তুচ্ছ করে আমাদের স্মৃতির সমাপ্তিটা
আরও একটু যত্ন নিয়ে করতাম।
রমজান বিন শাহজাহান
যদি জানতাম এটাই আমাদের শেষ দেখা,
আর একটু বেশি সময় তোমার দিকে চেয়ে থাকতাম।
যদি জানতাম তোমার হাতে হাত রেখে এটাই শেষ পথচলা,
আর একটু বেশি সময় তোমার হাতটাকে আঁকড়ে ধরে রাখতাম।
যদি জানতাম এটাই আমার কাঁধে ফেলা তোমার শেষ নিঃশ্বাস, আমার কানে বলা তোমার শেষ ধ্বনি, আমার চোখে বুলানো তোমার শেষ স্পর্শ,
তাহলে হয়ত আরও কিছুক্ষন তোমাতে বাঁচতে চাইতাম।
অনেক কথা বলার ছিল তোমায়।
যদি জানতাম এটাই আমাদের মুখোমুখি আলাপের শেষ সন্ধ্যা,
তাহলে হয়ত কাব্যের অভাবে হারিয়ে যাওয়া অগোছাল শব্দগুলোকে আরও একবার সাজানোর বৃথা চেষ্টা করতাম।
যদি সত্যিই জানতাম এটাই আমাদের অধিকার বোধের শেষ মুহূর্ত, আমাদের একান্ত শেষ স্মৃতি,
তাহলে হয়ত কিছুটা রাগ, কিছুটা অভিযোগ, কিছুটা অভিমান, কিছুটা অভিনয়, কিছুটা স্বার্থপরতাকে তুচ্ছ করে আমাদের স্মৃতির সমাপ্তিটা
আরও একটু যত্ন নিয়ে করতাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ৩০/০৬/২০২১বেশ আবেগময় প্রকাশ কবি দা
-
ফয়জুল মহী ৩০/০৬/২০২১চমৎকার