www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভোজনতন্ত্র নাকী ষড়যন্ত্র

ভোজনরসিক বাঙালি কী খালি মুখের কথা ? কাজেই প্রমান ।বাঙালি স্বার্থসিদ্ধির মোক্ষম অস্ত্র হিসেবে প্রথমে টাকা আর টাকায় কাজ না হলে ভোজন । আপনি বদলি হতে পারছেন না ? যান তো মিষ্টি নিয়ে বস এর ঘরে ,নয়তো নিজের ঘরেই শাহি কাবাব খাওয়ান । কাজ হাসিল হবেই ।

আমাদের গ্রামে এক বৃদ্ধ ছিল ,লেখাপড়া তেমন করেনি । তার ছিল রসগোল্লা খাবার শখ ।প্রচুর রসগোল্লা খেতেন । এই রসগোল্লা খেয়েই তিনি গোল্লায় যান ।অবিশ্বাস্য তবে সত্য যে প্রায় এক বিঘা জমি তিনি লিখে দেন এক ব্যক্তিকে এই রসগোল্লার বদলে ।

গ্রামীন সমাজে ,বিয়ে ,বৌভাতে সবথেকে বেশি গুরুত্ব পায় খাবার ।মাঙ্গলিক অনুষ্ঠানটির গুরুত্ব শুধু রাতের বেলা ই ।

যত বেশী আইটেম তত বেশী সফল অনুষ্ঠান । বিয়ে কে কেন্দ্র করে অনেক খাদক প্রতিযোগীতা জুড়ে দেন খাওয়ার । ফ্রী খাবার পায়তো ,চিন্তা কী !হাহাহা । এভাবেই চলে আসছে । তবে বেশী খেয়ে পটল তুলেছেন এমন খবর ও কিন্তু পাওয়া যায় । ভোগে নয় ত্যাগেই সুখ তা আরেকবার প্রমানিত হয়

এবার খারাপ কিছু , কফি/দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়েই কদিন আগে বাবা মা কে খুন করেছিল ঐশী ।

ছোট বাচ্চাদের ধর্ষনের সময় কিন্তু চকলেট এর লোভ দেখানো হয় ।

মেয়েদের ব্ল্যাক মেইল করতে চাইনিজ ই কিন্তু বৃহত্তর অস্ত্রভান্ডার ভন্ড প্রেমিক দের কাছে ।

সুতরাং ভোজন হইতে সাবধান
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৭৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast