সাহস দে
ছোটকালে আদর্শ লিপিতে পড়তাম "সদা সত্য কথা বলিবে" আর টিভিতে দেখতাম শাবানার ছবি "ভাত দে" এইসব দেখে দেখে খুব চরিত্রবান হয়ে উঠেছি ।অভাবে স্বভাব নষ্ট করতে পারি নি ।
যেখানেই মিথ্যার আস্ফালন সেখানেই সত্যের বাশি বাজিয়েছি । তার ফলাফল , রামদার কোপ ,হত্যার হুমকি আর সীমাহীন গালি গালাজ যাতে আমার মা আর বোন সবর্দা অন্তর্ভুক্ত । আসলে আজকাল সত্য বলার জন্য সমাজটা অনুকূল নয় ।আমরা সব ই ঠিক ঠাক মত পড়ি ,শুনি কিন্তু আর পাচঁজন ক্ষমতাধর ব্যক্তির ভয়ে সত্য প্রকাশে ভয় পাই । খুনীকে বলি মহান নেতা আর জনদরদীকে বানাই চোর ।
এভাবে আর কত দিন ? কবে বলবো সত্য ? গলা যাবে ? যাক না । কতজনের গলা যাবে ? দশ ,বিশ ,ত্রিশ বা তার ও বেশী । কতটা সক্রেটিশ হেমলক খাবে ? কতজন হুমায়ুন আজাত রক্তাক্ত হবে ? হোক । ভয় কী মরনে ? রাখিবো স্মরণে । পরাজয়ে ডরেনা বীর ,ভেবো হয়ে ধীর স্থীর
যেখানেই মিথ্যার আস্ফালন সেখানেই সত্যের বাশি বাজিয়েছি । তার ফলাফল , রামদার কোপ ,হত্যার হুমকি আর সীমাহীন গালি গালাজ যাতে আমার মা আর বোন সবর্দা অন্তর্ভুক্ত । আসলে আজকাল সত্য বলার জন্য সমাজটা অনুকূল নয় ।আমরা সব ই ঠিক ঠাক মত পড়ি ,শুনি কিন্তু আর পাচঁজন ক্ষমতাধর ব্যক্তির ভয়ে সত্য প্রকাশে ভয় পাই । খুনীকে বলি মহান নেতা আর জনদরদীকে বানাই চোর ।
এভাবে আর কত দিন ? কবে বলবো সত্য ? গলা যাবে ? যাক না । কতজনের গলা যাবে ? দশ ,বিশ ,ত্রিশ বা তার ও বেশী । কতটা সক্রেটিশ হেমলক খাবে ? কতজন হুমায়ুন আজাত রক্তাক্ত হবে ? হোক । ভয় কী মরনে ? রাখিবো স্মরণে । পরাজয়ে ডরেনা বীর ,ভেবো হয়ে ধীর স্থীর
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৪/০৯/২০১৩ভালো ই বলেছেন।
-
সালমান মাহফুজ ২২/০৯/২০১৩সত্যের বিজয় একদিন নয় একদিন হবেই ।
-
সৌম্য মজুমদার ২২/০৯/২০১৩অসংখ্য ধন্যবাদ
-
Înšigniã Āvî ২২/০৯/২০১৩দারুন,
সবাই যদি সত্যি কথা বলতো তাহলে পৃথিবীটা এক হতো