www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রোজারিও সাক্ষাত্‍কার - তারুণ্য মডু (পর্ব-২)

-তারুণ্যে আসলেন কেন? আরো তো কত ব্লগ আছে!
-অন্য কোন ব্লগ এরকম প্রশ্ন করতো না ।বলতে পারেন আপনার এই প্রশ্নটা শুনাও একটা কারণ ।

-তার মানে আপনি এবার তারুণ্য ছাড়ছেন ?
-না ,আপনার দুঃখিত হবারও কিছু আপাতত ছাড়ছিনা একে ।

-আমি দুঃখিত হচ্ছি না ।আপনি চলে গেলে আমাদের কিছু যায় আসেনা ।থাকলে ভালো কিনা মন্দ সেটাও সময় বলবে ।আপনার কি মনে হয় ?
-আমি তারুণ্যকে অনেক কিছু দেওয়ার যোগ্যতা রাখি ।কিন্তু সম্ভবত আপনারা তা চাচ্ছেন না ।

-না সেরকমটা নয় ।আপনার ভাবগতি সুবিধাজনক নয়...
-তারুণ্যে দৃষ্টিকটু বেশকিছু ব্যাপার আছে ।আমি ওগুলোকে প্রচন্ড আঘাত করবো ।হয়ত ভাঙতে পারবো ।সম্ভাবনা কম ।

-আপনি কি করতে চান?
-অনেক কিছুই ।আবার তেমন কিছুইনা ।ধীরে ধীরে টের পাবেন ,মডু সাহেব ।আবার হঠাত্‍ও পেয়ে যেতে পারেন!

-আপনার ভাবগতি সত্যিই সন্দেহজনক ।আপনাকে আমরা পর্যবেক্ষণে রাখবো ।
-আপনারা সকল ব্লগারকেই পর্যবেক্ষণে রাখেন ।

-আপনাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে ।বাড়াবাড়ি করলে সোজা ব্যান খাবেন ।উইথ ওর উইথাউট নোটিশ ।
-আপনারা আমাকে ব্যান করে রাখতে পারবেন না ।আমাকে আপনাদের প্রয়োজন হবে ।

-তাই নাকি! আপনাকে আসলেই উন্মাদ মনে হচ্ছে ।
-সময় উন্মাদদের পক্ষে থাকে ।
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৮৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৯/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ২৬/০৯/২০১৬
    সময় কাটানোর জন্য।
    • রোজারিও ২৭/০৯/২০১৬
      পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস- সময় ।সময় বের করে নিতে হয় ।কাটানো যায়না ।
  • আনিসা নাসরীন ২৩/০৯/২০১৬
    এ তো দেখি ঠাণ্ডা যুদ্ধ।
    আমারো মনে হয় তারূণ্যকে দেওয়ার মতোন অনেক কিছু আপনার আছে। সেই সব লেখার অপেক্ষায় রইলাম।
    ভাল থাকবেন।
  • সুন্দর
    • রোজারিও ২৩/০৯/২০১৬
      সুন্দর বলার এই ঢঙটা আমার পছন্দ নয় ।আপনাকে আমার ব্লগে আন্তরিকতার সাথে স্বাগত
 
Quantcast