নীরবতা
নীরবতা কেই তবে বন্ধু করে নিলাম,
না কোন বাঁধা - না আছে কোন বিপত্তি,
স্বপ্ন বলি আর বাস্তব বলি,
নীরবতাই একমাত্র বন্ধু, যে এখনো আমার বন্ধু হয় ।
সারাদিন আর সারা রাতের আলো আবছার মিশা-মিশিতে,
তোমার গোল চেহারার অবয়ব বলি-
আর তোমার হাতের মৃদু স্পর্ষের শীতল অনুভতি বলি,
নিরবতাই একমাত্র সহযোগী, যে তোমাকে ভাবতে দেয় ।
মনকুঠিরে শত আঁকা-আঁকির ধুসর ক্যাম্পাসে,
হোক তোমার আলোয় ভরা উজ্জ্বল জ্যোতিময় হাসি-
কিংবা গম্ভীর ফ্যাঁকাসে হয়ে যাওয়া রাগি কান্নাকাটি,
নীরবতাই একমাত্র সঙ্গী, যে তোমাকে মনে করায় ।
জীবনের হাজার চাওয়া-পাওয়ার যোগ বিয়োগের খাতায়,
বুক ফুলিয়ে গর্বভরে কি জিতেছি-
কিংবা গোমরা মুখে কাঁদার ছলে কি হারিয়েছি,
নিরবতাই সেই একজন, যে তোমাকে হারানোর যন্ত্রণা দেয় ।
শত-কথা শত-গল্প আর শত-ব্যস্ততার মাঝেও,
নীরবতার কাছেই যখন জানতে পারলাম-
তুমি ছিলে তুমি আছ তুমি থাকবে বলে
নীরবতা কেই তবে বন্ধু করে নিলাম ।
না কোন বাঁধা - না আছে কোন বিপত্তি,
স্বপ্ন বলি আর বাস্তব বলি,
নীরবতাই একমাত্র বন্ধু, যে এখনো আমার বন্ধু হয় ।
সারাদিন আর সারা রাতের আলো আবছার মিশা-মিশিতে,
তোমার গোল চেহারার অবয়ব বলি-
আর তোমার হাতের মৃদু স্পর্ষের শীতল অনুভতি বলি,
নিরবতাই একমাত্র সহযোগী, যে তোমাকে ভাবতে দেয় ।
মনকুঠিরে শত আঁকা-আঁকির ধুসর ক্যাম্পাসে,
হোক তোমার আলোয় ভরা উজ্জ্বল জ্যোতিময় হাসি-
কিংবা গম্ভীর ফ্যাঁকাসে হয়ে যাওয়া রাগি কান্নাকাটি,
নীরবতাই একমাত্র সঙ্গী, যে তোমাকে মনে করায় ।
জীবনের হাজার চাওয়া-পাওয়ার যোগ বিয়োগের খাতায়,
বুক ফুলিয়ে গর্বভরে কি জিতেছি-
কিংবা গোমরা মুখে কাঁদার ছলে কি হারিয়েছি,
নিরবতাই সেই একজন, যে তোমাকে হারানোর যন্ত্রণা দেয় ।
শত-কথা শত-গল্প আর শত-ব্যস্ততার মাঝেও,
নীরবতার কাছেই যখন জানতে পারলাম-
তুমি ছিলে তুমি আছ তুমি থাকবে বলে
নীরবতা কেই তবে বন্ধু করে নিলাম ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শিমুল শুভ্র ২১/০৭/২০১৪অসম্ভব ভালো একটি কবিতা পড়ে মন টা ভরে গেলো ।
-
কবি মোঃ ইকবাল ২০/০৭/২০১৪কবিতাটি অসাধারন লাগলো। শুভরাত্রি।
-
অনিক সেনগুপ্ত ২০/০৭/২০১৪আমি নীরব হয়ে গেলাম ভাই লেখাটা পড়ে ।
-
পলাশ ফারাজী ২০/০৭/২০১৪স্বাগতম হে নীরবতা। অনেক ভাল লাগলো।