www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রাগ ও শিক্ষা

খুব ছোট্ট এক ছেলে প্রচন্ড
রাগী ছিলো। তার
বাবা তাকে একটা পেরেক
ভর্তি ব্যাগ দিল এবং বললো যে,
যতবার তুমি রেগে যাবে ততবার
একটা করে পেরেক আমাদের
বাগানের কাঠের
বেড়াতে লাগিয়ে আসবে।
প্রথমদিনেই
ছেলেটিকে বাগানে গিয়ে ৩৭
টি পেরেক মারতে হলো। পরের
কয়েক সপ্তাহে ছেলেটি তার
রাগকে কিছুটা নিয়ন্ত্রনে আনতে পারলো তা প্রতিদিন
কাঠে নতুন পেরেকের সংখ্যাও
ধীরে ধীরে কমে এলো।
সে বুঝতে পারলো হাতুড়ী দিয়ে কাঠের
বেড়ায় পেরেক বসানোর চেয়ে তার
রাগকে নিয়ন্ত্রন করা অনেক
বেশি সহজ। শেষ পর্যন্ত সেই
দিনটি এলো যেদিন
তাকে একটি পেরেকও
মারতে হলো না। সে তার
বাবাকে এই কথা জানালো।
তারা বাবা তাকে বললো, এখন
তুমি যেসব দিনে তোমার
রাগকে পুরোপুরি নিয়ন্ত্রন
করতে পারবে সেসব
দিনে একটি একটি করে পেরেক
খুলে ফেলো।

অনেক দিন চলে গেল
এবং ছেলেটি একদিন তার
বাবাকে জানালো যে সব পেরেকই
সে খুলে ফেলতে সক্ষম হয়েছে। তার
বাবা এবার
তাকে নিয়ে বাগানে গেল
এবং কাঠের
বেড়াটি দেখিয়ে বললো, 'তুমি খুব
ভালভাবে তোমার কাজ সম্পন্ন
করেছো, এখন তুমি তোমার
রাগকে নিয়ন্ত্রন করতে পারো কিন্তু
দেখো, প্রতিটা কাঠে পেরেকের
গর্তগুলো এখনো রয়ে গিয়েছে।
কাঠের বেড়াটি কখনো আগের
অবস্থায় ফিরে যাবে না। যখন
তুমি কাউকে রেগে গিয়ে কিছু
বলো তখন তার মনে ঠিক এমন
একটা আচড় পরে যায়। তাই নিজের
রাগতে নিয়ন্ত্রন করতে শেখো।

মানসিক ক্ষত অনেক সময় শারীরিক
ক্ষতের চেয়েও অনেক বেশি ভয়ংকর।
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৮৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শিমুল শুভ্র ২৪/০৭/২০১৪
    বাহ!!!!! চমতকার লাগলো -
  • সাইদুর রহমান ১৮/০৭/২০১৪
    বেশ সুন্দর রসালো গল্পটি।
    অনেক শুভেচ্ছা।
  • কবি মোঃ ইকবাল ১৮/০৭/২০১৪
    বেশ ভালো লাগলো পড়ে।
 
Quantcast