বাসনা
তোমার বিন্যস্ত সৌন্দর্যের বরেণ্য কওসরে
প্রলুব্ধ বদন যেন দীঘল, মিহি, ভাষ্মর ।
রমণীয় শিহরনে, বাঞ্চিত স্পর্শের শীতল সমুন্দরে
দিগভ্রান্ত উন্মাদনায়, করিতে বিলাস, পোহাচ্ছি মন্বন্তর।
প্রলুব্ধ বদন যেন দীঘল, মিহি, ভাষ্মর ।
রমণীয় শিহরনে, বাঞ্চিত স্পর্শের শীতল সমুন্দরে
দিগভ্রান্ত উন্মাদনায়, করিতে বিলাস, পোহাচ্ছি মন্বন্তর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মিজান রহমান ২৭/০১/২০১৫Nice ভালো লাগলো ।শুভেচ্ছা নিবেন...
-
রফছান খাঁন ৩১/১২/২০১৪ধন্যবাদ । শুভকামনা সবাইকে
-
পিয়ালী দত্ত ২৩/১০/২০১৪ভাল লাগল
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৩/১০/২০১৪বেশ লাগল।
-
মাটির মানুষ ২৩/১০/২০১৪সেই কবি রফসান আল মামুন
-
একনিষ্ঠ অনুগত ২৩/১০/২০১৪ভালোই তো...