বিকশিত বুলি
*বিকশিত বুলি*
মোঃ তপু রায়হান
সুখ মানুষ কে বোকা বানাই,
দুঃখ মানুষ কে পথ চলতে শেখায়।
ভয় মানুষ কে কাবু বানায়,
হাসি মানুষ কে আনন্দ দেয়।
রাগ মানুষ কে হিংস্র বানায়,
একাকিত্ত্ব মানুষ কে দুর্বল করে দেয়।
সঙ্গীবিহীন জীবন চলা কঠিন?
ব্যর্থতা জীবনকে কলঙ্কিত করে,
পরাজয় জয়ের আশ্বাস দেখায়।।
অর্থ মানুষ কে অহংকারী করে,
লোভ মানুষ কে পাপ করতে শেখায়।
আর পাপী সমাজের নিকৃষ্ট একজন।।
মোঃ তপু রায়হান
সুখ মানুষ কে বোকা বানাই,
দুঃখ মানুষ কে পথ চলতে শেখায়।
ভয় মানুষ কে কাবু বানায়,
হাসি মানুষ কে আনন্দ দেয়।
রাগ মানুষ কে হিংস্র বানায়,
একাকিত্ত্ব মানুষ কে দুর্বল করে দেয়।
সঙ্গীবিহীন জীবন চলা কঠিন?
ব্যর্থতা জীবনকে কলঙ্কিত করে,
পরাজয় জয়ের আশ্বাস দেখায়।।
অর্থ মানুষ কে অহংকারী করে,
লোভ মানুষ কে পাপ করতে শেখায়।
আর পাপী সমাজের নিকৃষ্ট একজন।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৮/০২/২০১৮ভাল