জীবনের বৃত্ত--
ভাবনা কি? কল্পনার অতীত,
কল্পনা কি? কর্মের প্রতিচ্ছবি,
কর্ম কি? জীবন গড়ার মূলধন,
মূলধন কি? সুখে থাকার মন্ত্র,
সুখ কি? দুঃখ থেকে দূরে থাকা,
দুঃখ কি? সুখের মাঝে কাল সময়,
কাল কি? জীবনের অন্ধকার মুহুর্ত,
অন্ধকার কি? আলোর বিপরীত,
আলো কি? প্রদীপ পথ দেখায়,
প্রদীপ কি? আলোকসজ্জা অন্ধকার দুরীকরন।
জীবন, এভাবেই! পর্যায়ক্রমে চলতে থাকে, বাধা বিহীন আপন গতিতেই,
যেন এক নিরুদ্দেশ পথযাত্রা,
যে পথের ইতি , জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত।
কল্পনা কি? কর্মের প্রতিচ্ছবি,
কর্ম কি? জীবন গড়ার মূলধন,
মূলধন কি? সুখে থাকার মন্ত্র,
সুখ কি? দুঃখ থেকে দূরে থাকা,
দুঃখ কি? সুখের মাঝে কাল সময়,
কাল কি? জীবনের অন্ধকার মুহুর্ত,
অন্ধকার কি? আলোর বিপরীত,
আলো কি? প্রদীপ পথ দেখায়,
প্রদীপ কি? আলোকসজ্জা অন্ধকার দুরীকরন।
জীবন, এভাবেই! পর্যায়ক্রমে চলতে থাকে, বাধা বিহীন আপন গতিতেই,
যেন এক নিরুদ্দেশ পথযাত্রা,
যে পথের ইতি , জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দীপঙ্কর বেরা ২৫/০২/২০১৮খুব ভাল
-
জাহেদ মোহাম্মদ ২৪/০২/২০১৮ভালো লাগল
-
নুরনবী সরকার ২৩/০২/২০১৮পৃথিবীটা গোলাকার
-
মধু মঙ্গল সিনহা ২৩/০২/২০১৮সুন্দর হয়েছে , ভালো লাগল।
-
মোঃআরাফাত হোসাইন ২৩/০২/২০১৮খুব ভালো
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৩/০২/২০১৮হুম। বুঝলাম
-
কামরুজ্জামান সাদ ২৩/০২/২০১৮সুন্দর উপস্থাপনা।