www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

থার্ড পারসন সিনগুলার নাম্বার

এ জীবনটা আমার।আমি যা করি,কেবল তারই ফল পাবো।আমি যেভাবে ইচ্ছা আমাকে সাজাবো।সৃষ্টিকর্তা আমাকে বিবেক দিয়েছেন।ভালো মন্দ আমি বুঝি।আমি পরিশ্রমী। সুতরাং আমার রাজ্যে আমি রাজা।এখানে থার্ড পারসোন সিঙ্গুলার নাম্বারদের প্রবেশ নিষেধ। কারন এরাই চরম শত্রু। কৌশলে এরাই সবচেয়ে বেশী ক্ষতি করে।আবেগ এবং বিবেক দুটোকেই খুব সন্তপর্নে ডিটারজেন্ট ছাড়াই ধৌত করে দেয় এরা।এদের মাথায় অনেক বুদ্ধি, এদের যুক্তি অখন্ডনীয়।কিন্তু এদের বুদ্ধি এবং যুক্তি নিজের জন্য কোন কাজ করেনা।এরা বিনামূল্যে এগুলো অন্যকে বিলিয়ে বেড়ায়।হ্যা, জীবন চলার পথে অন্যের সহযোগিতার দরকার আছে।সেক্ষেত্রে নিজের বিবেককে জাগ্রত করে রাখতে হবে।খেয়াল রাখতে হবে খাদঁ থেকে উঠতে গিয়ে, আরও গভীর খাদেঁ পড়ে যাচ্ছি কিনা।আজকে বর্তমান সমাজের যে প্রক্ষাপট,এখানে মানুষ মানুষের ভালো দেখতে পারে না,কারো উন্নতি মেনে নিতে পারে না,কারো সফলতা সহ্য করতে পারে না।নিজে তার চেয়ে উপরে যেতে না পারলে,চেষ্টা করে তাকে কিভাবে নিচে নামানো যায়। কেউ ভালো কিছু করলে,সে ভালোর মাঝে মন্দ কিছু একটা বানিয়ে হলেও বের করতেই হবে।যেন এটাই নিয়ম। আর খারাপ করলে তো কথাই নেই।এমন ভাবে ভাষন ছুড়বে,যেন সে নিজে মক্কার খেজুর।গ্রাম আগে অনেক শান্তির ছিল।একে অন্যের সাথে মিলেমিশে থাকতো,বিপদে এগিয়ে আসতো।এখন হয়েছে সম্পূর্ণ উল্টো। ছলকল করে কার সংসারে কে আগুন জ্বালাচ্ছে ধূলোয় মাটি অন্ধকার।এদের মনোভাব এতটাই জঘন্য, ভাবতেও ভয় লাগে।তাই ভালো থাকতে চাইলে,,,,,,থার্ড পারসোন সিঙ্গুলার নাম্বারদের এড়িয়ে চলতে হবে।সত্ত্বা জ্ঞানকে বিকশিত করে চলতে হবে আপন পথে।লোকে কি ভাববে,,,,,সে টা ভাবার কোন দরকার নেই।আবারও বলছি,জীবন আমার,,,,,সিদ্ধান্তও আমার।
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৪/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুণ
  • ফয়জুল মহী ১৯/০৪/২০২৫
    অনেক সুন্দর লিখেছেন
 
Quantcast