চলে যাবার পর
আকাশ থেকে হারিয়ে যায় চন্দ্র-সূর্য মেঘ হারায় আপন অস্তিত্ব
নদী হারায় গতি;
হারিয়ে যায় ফুলের সুভাষ
ক্লান্ত হয়ে যায় পাখির ডানা।
সবার চোখই কি জলে ভিজে_
উন্মাদনায় খুজে ফিরে হারানো দিন?
তুমিও কি খুজবে আমায়
ঘুম ভাঙ্গানোর প্রারম্ভ বেলায়,
স্তব্ধ দুপুর,পড়ন্ত বিকেল,নিঝুম সন্ধ্যায়
কিংবা রাতের নিকষ কালো মায়ায়
তোমার দুটি হাত খুজবে কি আমায়?
আমার চলে যাবার পর_
তোমার বুকে উঠবে কি ভাঙনের ঢেউ
নয়ন উছলিয়ে আসবে কি বান?
স্মৃতি স্মরে ক্ষনে ক্ষনে নির্লিপ্ততায়
ভুলে যাবে কি বর্তমান,
আকাশের মত তুমিও বুঝি কাদঁবে_
মেঘের মত হারাবে অস্তিত্ব_
নদীর মত গতি হারাবে_
ফুলের মত হারাবে সুভাষ,
আর ক্লান্ত হবে পাখির মত।
আমার চলে যাবার পর
হয়তো করবে না এসবের কিছুই,
হৃদয় কর্ষন করে
খুজে নিবে জীবনের দর্শন।
প্রকৃতির সাথে মিলিয়ে নিবে রং
আকাশের শূন্যতায় ঘুরাবে দৃষ্টি,
আঙ্গুলের ডগায় থমকে যাবে মেঘ_
নদীর পুরানো রেখায় হাটবে দিনমান_
শরীরে বইবে অর্বাচীন ঘ্রান,
এক নিমিষে ভুলে যাবে অবসাদ।
আমার চলে যাবার পর
তোমার হৃদয়ের বাতিঘরে_
জ্বেলে যাবে কোন্ আলো?
খুব জানতে ইচ্ছে করে।
নদী হারায় গতি;
হারিয়ে যায় ফুলের সুভাষ
ক্লান্ত হয়ে যায় পাখির ডানা।
সবার চোখই কি জলে ভিজে_
উন্মাদনায় খুজে ফিরে হারানো দিন?
তুমিও কি খুজবে আমায়
ঘুম ভাঙ্গানোর প্রারম্ভ বেলায়,
স্তব্ধ দুপুর,পড়ন্ত বিকেল,নিঝুম সন্ধ্যায়
কিংবা রাতের নিকষ কালো মায়ায়
তোমার দুটি হাত খুজবে কি আমায়?
আমার চলে যাবার পর_
তোমার বুকে উঠবে কি ভাঙনের ঢেউ
নয়ন উছলিয়ে আসবে কি বান?
স্মৃতি স্মরে ক্ষনে ক্ষনে নির্লিপ্ততায়
ভুলে যাবে কি বর্তমান,
আকাশের মত তুমিও বুঝি কাদঁবে_
মেঘের মত হারাবে অস্তিত্ব_
নদীর মত গতি হারাবে_
ফুলের মত হারাবে সুভাষ,
আর ক্লান্ত হবে পাখির মত।
আমার চলে যাবার পর
হয়তো করবে না এসবের কিছুই,
হৃদয় কর্ষন করে
খুজে নিবে জীবনের দর্শন।
প্রকৃতির সাথে মিলিয়ে নিবে রং
আকাশের শূন্যতায় ঘুরাবে দৃষ্টি,
আঙ্গুলের ডগায় থমকে যাবে মেঘ_
নদীর পুরানো রেখায় হাটবে দিনমান_
শরীরে বইবে অর্বাচীন ঘ্রান,
এক নিমিষে ভুলে যাবে অবসাদ।
আমার চলে যাবার পর
তোমার হৃদয়ের বাতিঘরে_
জ্বেলে যাবে কোন্ আলো?
খুব জানতে ইচ্ছে করে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ০৭/০৬/২০১৮সুন্দর হয়েছে
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০৬/২০১৮ভালো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৭/০৬/২০১৮অসাধারণ