www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভেলকি(দ্বিতীয় পর্ব)

*হ্যালো, জানু.. কি করছো?
#পড়তেছিলাম।
*ও, তাহলে তো ডিস্টার্ব করলাম।
#না, সমস্যা নেই।
*ও হু, পড়া ক্ষতি করে কোন প্রেম চলবে না।পড়া শেষ হলে কল দিও।

রাত্রিকে কোন কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা রেখে দিলো শুভ্র।এতে দুটি লাভ।রাত্রিকে বোঝানো হল ওর লেখাপড়ার ব্যাপারে শুভ্র অনেক সিরিয়াস আর 2য়টা হচ্ছে পরের কলটা রাত্রিই দিবে।মিষ্টি হাসছে শুভ্র।রিমোট নিয়ে টিভি অন করলো।হিন্দী মুবি।এর মাঝেই কল চলে এলো।

#কি করছো?
*মুবি দেখছি, পড়া শেষ হল.....
#না, কথা বলতে খুব ইচ্ছে করলো তাই কল দিলাম।
*দেখ, কথা বলার অনেক সময় আছে, আগে ক্যারিয়ার।
#আমি জানি, তুমি আমার বেপারে অনের সিরিয়াস।কিন্তু মন বসছে না।
*বুজলাম, কিন্তু জানো.. তোমাকে নিয়ে আমার অনেক আশা... অনেক স্বপ্ন।
আবেগে মুগ্ধতায় নি:শব্দ সময় কাটলো।তারপর রাত্রি বলল..
#কি মুবি দেখছো...
*একটা হিন্দী মুবি, হাশমী আর জ্যাকুলিন এর
#বাজে নায়কের সিনেমা দেখ....

হাসলো শুভ্র।বলল...
*ইমম্যাচুউর কথা বলো কেন? প্রেমের বিভীন্ন রুপ আছে, স্তর আছে।প্রেমে দেহ ও মন কোনটাই আলাদা নয়।প্রেম যখন গভীরে চলে যায় তখন দেহ, মন, আত্মা একসাথে মিশে যায়।যে প্রেমে দেহের জড়তা থাকে সে টা অপরিপক্ক প্রেম।হাশমী যে টা দেখায়, সে টা হচ্ছে প্রেমের উন্মাদনা।
#আমি এত দর্শন বুজিনা, আমার ওগুলো ভালো লাগে না।
*আচ্ছা, আমাকে ভালো লাগে?
#হুম
*আমার কথা, আচরন
#লাগে
*আমার ষ্পর্শ?
#হাত ধরে হাটতে ভালো লাগে।

শুভ্র কিছুক্ষন থেমে থেকে বলল...
*এগুলো তোমার ভালো কারন এগুলোকে তুমি মানিয়ে নিতে পেরেছো।পরের ধাপ গুলোতে অভ্যস্থ নও, তাই তোমার কাছে ওগুলো খারাপ মনে হচ্ছে।আচ্ছা ধরো, আমি তোমাকে আবেগে জড়িয়ে ধরলাম, কপালে একটা চুমো দিলাম তাহলে তুমি আমার উপর রাগ করতে পারবে কিংবা আমাকে খারাপ ভাববে?

রাত্রি নি:শ্চুপ।শুভ্র বললো...
*আমি জানি, তুমি সে টা কে খারাপ ভাবে নিতে পারবে না।কারন তুমি বিশ্বাস করো যে... আমার কোন অসৎ উদ্দেশ্য নেই।তাছাড়া আমি তোমাকে ভালোবাসি, তোমাকে নিয়ে জীবন সাজাবো।তোমার কাছে আমার একটু আধটু চাওয়া থাকাটাই স্বাভাবিক।
#শুভ্র, তুমি অনেক দুষ্ট হয়ে গেছো।কি সব বাজে বকছো।
*আমিতো তোমারই দুষ্ট, সোনা।তাই যা কিছু করবো তোমার সাথেই।
#হয়েছে থাক.....
*জানো, আমার রুমম্যাট এক মেয়ের সাথে প্রেম করে।ফোনে ওরা কি সব বলে.... ডেটিং এ ওরা কি করবে, কোথায় চুমো দেবে, আদর করে করে পাগল করে দিবে এইসব।তখন আমার তোমার কথা খুব মনে পড়ে।আমারও খুব ইচ্ছে করে তোমার ছোয়া... তোমার চুম্বন.. তোমার আদর পেতে।
#সময় হলে সব পাবে
*তা তো জানি, কিন্তু মন মানে না।মনকে মাঝে মাঝে বোজাতে পারিনা, খুব উতলা হয়ে উঠে।
#এরকম বলো না, শুভ্র।
*বিশ্বাস করো রাত্রি, তুমি আমার মন্দির... আমার উপাসনা।তোমার সান্নিধ্য আমাকে মাতাল করে তুলে।
#শুভ্র, প্লীজ
*রাত্রি, তুমি আমাকে শান্ত করো
#পাগলামী করোনা শুভ্র, আমি তো তোমারই।অনেক রাত হলো, এবার ঘুমাও
*আমার ঘুম আসবে না, রাত্রি।
#আমি তোমাকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি।
*শুধু গান, চুমো দেবে না?

রাত্রি একটু সময় নিয়ে বলল...
#আচ্ছা, দেব
*কপালে আর ঠোটে...
#আচ্ছা
*আর কিছু দিবে না...?
#চুপ।।।
(চলবে)
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ৭২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৬/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জয় দেবনাথ ০২/০৬/২০১৮
    বাহ
 
Quantcast