www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নিশীথ জাগার সাথী

আজ সকাল হলো যেন বহুদিন পর
বহুদিন পর শুনলাম পাখির স্বর;
জানালার ফাকে এসেছে রোদ
হৃদয়ে জেগেছে নতুন বোধ।
দীঘল এক রাতের আধারে ডুবে ছিলাম
কত অন্বেষন_কত পদক্ষেপ নিলাম
শুধু হয়েছি পরাজিত,
আপনার কাছে অপমানিত।
তারপর কোথা থেকে কে যেন এলো
কথায় কথায় শেষে বন্ধু হলো;
দু'জনে হাতে রাখতেই হাত,
চেয়ে দেখি সোনালী প্রাত।
কে তুমি ওগো বন্ধু,এই দুর্দিনে
শূন্য হৃদয় প্রীতি দিয়ে পূর্নিলে যতনে;
আধার করলে দূর
আনলে প্রতিক্ষীত ভোর।
এই সোনালী আলোয় তোমার পানে চেয়ে
ওগো বন্ধু,বলি হৃদয়ের সুরে গেয়ে_
এ তনুমনু প্রান
তোমারেই করলাম দান।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনন্য।
    • রবিউল হাসান ৩০/০৫/২০১৮
      ধন্যবাদ
  • বেশ
  • তাহমিদ জামান ৩০/০৫/২০১৮
    ভাল ছিল
    রোমান্টিকতা
  • ঃঃঃঃঃঃঃনিবেদনমূলক রোমান্টিক কবিতাঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
    • রবিউল হাসান ৩০/০৫/২০১৮
      মন্তব্য পেয়ে উৎসাহিত হলাম।আপনাকে অসংখ্য ধন্যবাদ।অনেক ভালো থাকবেন।
 
Quantcast