অর্ঘ
তোমাকে নিয়ে স্বপ্ন দেখেদেখে
কিশোর থেকে হয়েছি তরুন_
জানোনা তুমি তা।
তোমাকে নিয়ে কবিতা লেখেলেখে
করি মস্তিষ্কের রক্ত ক্ষরন_
ভাবোনা তুমি তা।
তোমাকে নিয়ে বাহারী ভেবেভেবে
যথাতথা কাটাই সারা বেলা_
দেখোনা তুমি তা।
তোমায় নিয়ে গান গেয়েগেয়ে
থমকে দিই পাখির ডানা_
শুনোনা তুমি তা।
তোমায় নিয়ে অঙ্ক কষেকষে
শেষ করেছি সব পাতা_
বুঝোনা তুমি তা।
কিশোর থেকে হয়েছি তরুন_
জানোনা তুমি তা।
তোমাকে নিয়ে কবিতা লেখেলেখে
করি মস্তিষ্কের রক্ত ক্ষরন_
ভাবোনা তুমি তা।
তোমাকে নিয়ে বাহারী ভেবেভেবে
যথাতথা কাটাই সারা বেলা_
দেখোনা তুমি তা।
তোমায় নিয়ে গান গেয়েগেয়ে
থমকে দিই পাখির ডানা_
শুনোনা তুমি তা।
তোমায় নিয়ে অঙ্ক কষেকষে
শেষ করেছি সব পাতা_
বুঝোনা তুমি তা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২০/০৩/২০১৭
-
রাবেয়া মৌসুমী ১৮/০৩/২০১৭বেশ'
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৭/০৩/২০১৭ভালোলাগা রইল।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৭/০৩/২০১৭ওহ! অসাধারন এক নিবেদনমূলক গীতি কবিতা।।
অনেক অনেক শুভকামনা।।। -
রাশেদ খাঁন ১৭/০৩/২০১৭বাহ! সুন্দর
,অপূর্ব সৃষ্টি