আপন অস্তিত্ব
বাবুই পাখীর মত আমিও থাকি
ভালোবাসায় গড়া কুড়েঘরে নিদারুন মুগ্ধতায়,
কি যায় আসে লোকের কথায়
জীবন আমার চলে যায় আপন গড়িমায়।
সমালোচনার বাজারে বিক্রয় করিনা অনুভূতি
অস্তিত্ব আমার আপনারই চিন্তা ধারায়,
তোমাদের মাপকাঠিতে কিইবা ফল আছে
কয়লা হয়কি সোনা তোমাদের কথায়?
নিজের প্রতিযোগী এই নিজে আমি
পিছনের দিনটাকে ছাড়িয়ে যেতে সচেষ্ট,
জীবন আমার-দুনিয়া আমার-আমার সুখ দু:খ
এ মহাবিশ্বে আমি মহাকালের সর্বশ্রেষ্ঠ।
ভালোবাসায় গড়া কুড়েঘরে নিদারুন মুগ্ধতায়,
কি যায় আসে লোকের কথায়
জীবন আমার চলে যায় আপন গড়িমায়।
সমালোচনার বাজারে বিক্রয় করিনা অনুভূতি
অস্তিত্ব আমার আপনারই চিন্তা ধারায়,
তোমাদের মাপকাঠিতে কিইবা ফল আছে
কয়লা হয়কি সোনা তোমাদের কথায়?
নিজের প্রতিযোগী এই নিজে আমি
পিছনের দিনটাকে ছাড়িয়ে যেতে সচেষ্ট,
জীবন আমার-দুনিয়া আমার-আমার সুখ দু:খ
এ মহাবিশ্বে আমি মহাকালের সর্বশ্রেষ্ঠ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদ খোকন নাজিরী ০৪/০৬/২০১৮বেশ সুন্দর!
-
মুহাম্মদ রুমান ২১/০২/২০১৭নাইস
-
তাবেরী ২০/০২/২০১৭অনেক সুন্দর
-
মনিরুল ইসলাম ফারাবী ১৯/০২/২০১৭সুন্দর
-
রাবেয়া মৌসুমী ১৯/০২/২০১৭আত্মবিশ্বাসের দারুন প্রকাশ।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৮/০২/২০১৭ভালো বিষয়।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৮/০২/২০১৭ওহ!
দারুণ সব শব্দচয়ন আর অনুভুতির সংমিশ্রনে
তৈরি এক অপ্রতিদ্বন্দি গীতি কবিতাধর্মী নিবেদনমূলক কবিতা!!
অনেক অনেক ধন্যবাদ
রবিউল হাসানকে