তোমার প্রতিক্ষায়
আজ সমুদ্র সৈকতে বসেছিলাম
তোমাকে দেখার প্রতিহ্মায়।
ভেবেছিলাম তুমি আসবে....
সাগরের কোল ঘেষে ঢেউয়ের সাথে মিশে।
ভিজাবে আমায় তোমার ভালোবাসার জলে।
কিন্তু তুমি আসোনি,
প্রত্যাশা আমার প্রত্যাশাই রয়ে গেছে
তোমার দেখা মিলেনি।
ভেবেছিলাম পড়ন্ত বিকেলে
গোধূলির রঙে তোমায় পাবো।
আজ সব নীল ছিল,,তোমায় দেখিনি
প্রত্যাশা আমার প্রত্যাশাই রয়ে গেছে
বাস্তব আর হয়নি।
ভেবেছিলাম সন্ধ্যা তারাদের মাঝে তোমায় খুঁজে পাবো।
দেখবো তোমার হাস্য উজ্জ্বল মায়াবী মুখ।
তুমি এসেছিলে ঠিক,কিন্তু তুমি হাসোনি।
ভাবনা আমার ভাবনাই রয়ে গেছে..........
বাস্তব আর হয়নি.....।
তোমাকে দেখার প্রতিহ্মায়।
ভেবেছিলাম তুমি আসবে....
সাগরের কোল ঘেষে ঢেউয়ের সাথে মিশে।
ভিজাবে আমায় তোমার ভালোবাসার জলে।
কিন্তু তুমি আসোনি,
প্রত্যাশা আমার প্রত্যাশাই রয়ে গেছে
তোমার দেখা মিলেনি।
ভেবেছিলাম পড়ন্ত বিকেলে
গোধূলির রঙে তোমায় পাবো।
আজ সব নীল ছিল,,তোমায় দেখিনি
প্রত্যাশা আমার প্রত্যাশাই রয়ে গেছে
বাস্তব আর হয়নি।
ভেবেছিলাম সন্ধ্যা তারাদের মাঝে তোমায় খুঁজে পাবো।
দেখবো তোমার হাস্য উজ্জ্বল মায়াবী মুখ।
তুমি এসেছিলে ঠিক,কিন্তু তুমি হাসোনি।
ভাবনা আমার ভাবনাই রয়ে গেছে..........
বাস্তব আর হয়নি.....।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৬/০১/২০১৮খুবই বিষন্নতা! ভাল কবিতা
-
মোঃ ফাহাদ আলী ২৫/০১/২০১৮জানি তুমি আসবে...। ধন্যবাদ প্রিয় কবি।