দিগন্তের শেষ প্রান্তে
এই দিগন্ত জুড়া বিস্তৃত মাঠে
হেটে চলেছি কোন অরণ্যে।
যেখানে আজো আছে স্মৃতিরা
ছড়িয়ে ছিটিয়ে আজো তারা এখানেই কাঁদে।
যেই পথ দিয়ে হেটেছি তুমি
আর আমি হাতে হাত ধরে।
তুমি কতো কিছু বায়না করেছো নৃত্য নতুন সাজে।
হাজারো স্বপ্নের সমাধি আজ এখানেই আছে।
কিছু আশা কিছু ভাষা এখানেই হয়েছে শেষ।
আছো তুমি আজ অন্য কারো মাঝে নিশ্চয় ধরেছো নতুন
কোনো বেশ।
আজ হাটছি আর ভাবছি এই
কি ছিলো তোমার আবেগ।
হেটে চলেছি কোন অরণ্যে।
যেখানে আজো আছে স্মৃতিরা
ছড়িয়ে ছিটিয়ে আজো তারা এখানেই কাঁদে।
যেই পথ দিয়ে হেটেছি তুমি
আর আমি হাতে হাত ধরে।
তুমি কতো কিছু বায়না করেছো নৃত্য নতুন সাজে।
হাজারো স্বপ্নের সমাধি আজ এখানেই আছে।
কিছু আশা কিছু ভাষা এখানেই হয়েছে শেষ।
আছো তুমি আজ অন্য কারো মাঝে নিশ্চয় ধরেছো নতুন
কোনো বেশ।
আজ হাটছি আর ভাবছি এই
কি ছিলো তোমার আবেগ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।