দাঁড়িয়ে আছি একা
কখনো জানতে চেয়ো না কেমন আছি
যেখানে আছি নিজের মতো
করে বেঁচে আছি।
যেখানে আছে তোমার দেয়া কষ্টেরা তারা
প্রতি রাতে খেলা করে আমারি মাঝে।
নেই কোনো কিছুই আগের মতো যা ছিলো
হয়ে গেছে ভুল।
আছি আমি একা দাঁড়িয়ে কোনো এক অচিন
প্রান্তে।
ক্ষতবিক্ষত হৃদয়ের কান্না শুনে এই অচিন
প্রান্তে।
দেখতে এসো না আমাকে হয় তো সেই সময়
থাকবো অনেক দৃরে।
আছি বেশ ভালো তোমার দেয়া কষ্ট গুলি কে
নিয়ে কাটে আমার নিশিত আলো।
আজ দাঁড়িয়ে আছি একা ভালোবাসার ধংস
স্তুপে।
আজ হারাবার নেই কোনো ভয় আমার
মাঝে।
যা ছিলো হারিয়ে গেছে অন্য কারো
মাঝে।
যেখানে আছি নিজের মতো
করে বেঁচে আছি।
যেখানে আছে তোমার দেয়া কষ্টেরা তারা
প্রতি রাতে খেলা করে আমারি মাঝে।
নেই কোনো কিছুই আগের মতো যা ছিলো
হয়ে গেছে ভুল।
আছি আমি একা দাঁড়িয়ে কোনো এক অচিন
প্রান্তে।
ক্ষতবিক্ষত হৃদয়ের কান্না শুনে এই অচিন
প্রান্তে।
দেখতে এসো না আমাকে হয় তো সেই সময়
থাকবো অনেক দৃরে।
আছি বেশ ভালো তোমার দেয়া কষ্ট গুলি কে
নিয়ে কাটে আমার নিশিত আলো।
আজ দাঁড়িয়ে আছি একা ভালোবাসার ধংস
স্তুপে।
আজ হারাবার নেই কোনো ভয় আমার
মাঝে।
যা ছিলো হারিয়ে গেছে অন্য কারো
মাঝে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৯/০১/২০১৮সুন্দর - শেষ লাইন অপূর্ব ...
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০১/২০১৮ভালো লাগলো।
-
মোঃ ফাহাদ আলী ১৮/০১/২০১৮বেশ সুন্দর।
-
তাবেরী ১৮/০১/২০১৮সুন্দর ভাবনা।
-
আব্দুল হক ১৮/০১/২০১৮বেশ সুন্দর লিখা ধন্যবাদ!