জিজ্ঞেস করো না
জিজ্ঞেস করো না কেমন আছি
তোমার দেয়া কষ্ট নিয়ে বেশ
ভালো আছি।
জিজ্ঞেস করো না আমি এখন কি করছি
ভেবো না তোমাকে নিয়ে আমি এখনো ভাবি।
জিজ্ঞেস করো না আমি এখন কোথায় আছি
যেখানে আছি তোমার কাছ থেকে অনেক
দৃরে আছি।
জিজ্ঞেস করো না আমি কেনো এতো পাষাণ
হয়ে গেছি।
জিজ্ঞেস করো না আর কিছু এলোমেলো
হয়ে গেছে সব।
জিজ্ঞেস করো না আর তোমাকে ভুলে যেতে
শিখে গেছি এই আমি।
তোমার দেয়া কষ্ট নিয়ে বেশ
ভালো আছি।
জিজ্ঞেস করো না আমি এখন কি করছি
ভেবো না তোমাকে নিয়ে আমি এখনো ভাবি।
জিজ্ঞেস করো না আমি এখন কোথায় আছি
যেখানে আছি তোমার কাছ থেকে অনেক
দৃরে আছি।
জিজ্ঞেস করো না আমি কেনো এতো পাষাণ
হয়ে গেছি।
জিজ্ঞেস করো না আর কিছু এলোমেলো
হয়ে গেছে সব।
জিজ্ঞেস করো না আর তোমাকে ভুলে যেতে
শিখে গেছি এই আমি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়সাল রহমান ১৮/০১/২০১৮ধন্যবাদ কবি
-
ফয়সাল রহমান ১৮/০১/২০১৮ধন্যবাদ কবি আপনাকে
-
মধু মঙ্গল সিনহা ১৬/০১/২০১৮সুন্দর বিরহমাখা.
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৬/০১/২০১৮সু চিন্তিত লেখনি।।
-
ফয়সাল রহমান ১৫/০১/২০১৮চেষ্টা করবো কবি আপনাকে অনেক শুভেচ্ছা
-
ফয়সাল রহমান ১৫/০১/২০১৮আপনাকে অনেক শুভেচ্ছা জানাই কবি
-
ফয়সাল রহমান ১৫/০১/২০১৮ধন্যবাদ কবি আপনাকে
-
কামরুজ্জামান সাদ ১৫/০১/২০১৮ভাল লিখেছেন।আরেকটু দীর্ঘ হলে ভাল লাগত।
-
আলম সারওয়ার ১৫/০১/২০১৮অসাধারণ
-
MAA o AMI ১৫/০১/২০১৮ORADHARAN.MAA O AMAR SUVECCHA
-
শ্যাম রাজ(শ্রী রাধাশ্যাম জানা) ১৪/০১/২০১৮অসাধারণ
-
মোঃ ফাহাদ আলী ১৪/০১/২০১৮অনেক ভালো লাগলো।