প্রিয়তম
প্রিয়তম,
তুমি কি বুঝতে পারো আত্মচিৎকার
হৃদয় ভাঙ্গছে চোখ হচ্ছে লাল।
তুমি শুনো না আমার কথা
তুমি মানো না আমার ব্যাথা।
তুমি বোকা, তুমি নির্বোধ,কষ্ট হচ্ছে তাই
অথচও এই আমি শুধু তোমাকেই চাই।
তোমাকে ভুলতে চেয়ে সময় কে ভুলে যাই
তোমাকে বিচ্ছিন্ন করতে গিয়ে আরো কাছে পাই।
কোনোদিকে যাওয়ার আর একটুও জায়গা থাকে না
তুমিই জড়িয়ে রাখো তোমার কুরুশ কাঁটায়।
তোমাকে ভালোবাসতে গিয়ে মৃত্যুও আমায় ডাক দিলো না।
অথচও তোমাকে দেখার আগে আমার কোন অসুখ ছিলনা।
তুমি কি বুঝতে পারো আত্মচিৎকার
হৃদয় ভাঙ্গছে চোখ হচ্ছে লাল।
তুমি শুনো না আমার কথা
তুমি মানো না আমার ব্যাথা।
তুমি বোকা, তুমি নির্বোধ,কষ্ট হচ্ছে তাই
অথচও এই আমি শুধু তোমাকেই চাই।
তোমাকে ভুলতে চেয়ে সময় কে ভুলে যাই
তোমাকে বিচ্ছিন্ন করতে গিয়ে আরো কাছে পাই।
কোনোদিকে যাওয়ার আর একটুও জায়গা থাকে না
তুমিই জড়িয়ে রাখো তোমার কুরুশ কাঁটায়।
তোমাকে ভালোবাসতে গিয়ে মৃত্যুও আমায় ডাক দিলো না।
অথচও তোমাকে দেখার আগে আমার কোন অসুখ ছিলনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়সাল রহমান ১৪/০১/২০১৮ধন্যবাদ কবি
-
মধু মঙ্গল সিনহা ২০/১২/২০১৭খুব ভালো লাগলো।
-
সোলাইমান ১১/১১/২০১৭অপূর্ব সুন্দর
খুব ভালো লাগলো। -
সুজয় সরকার ১০/১১/২০১৭কি কারণে আপনাকে হিংসা করব বুঝতে পারছি না,আপনার কবিতার জন্য না আপনার অসুখের জন্য।
-
মোঃ ফাহাদ আলী ১০/১১/২০১৭সুন্দর।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১০/১১/২০১৭ভালো।