ভালোবাসি বলে
ভালোবাসি বলেই তোমার কাছে
আসি।
ভালোবাসি বলেই তোমার মনের
আঙিনায় রক্ত করবীর বাগান করি।
ভালোবাসি বলেই অকারনে তোমায়
ডাকি।
ভালোবাসি বলেই তোমার নামে প্রেমের
কবিতা লিখি।
ভালোবাসি বলেই আমার মাঝে তুমি
আছো।
ভালোবাসি বলেই অনেক ভিড়ের মাঝেও
শুধু তোমাকে খুঁজি।
ভালোবাসি বলেই আমার মনের সাত রং
দিয়ে শুধু তোমারি ছবি আকি।
ভালোবাসি বলেই তোমার আসার পথ
চেয়ে একনো অপেক্ষা করি।
ভালোবাসি বলেই এখনো তোমার দেয়া
কষ্ট গুলো কে এই বুকে লালন করি।
ভালোবাসি বলেই কষ্ট পেয়ে আড়াল হয়ে
এখনো কাদিঁ।
ভালোবাসি বলেই তোমার আমার স্মৃতি
গুলো কে এখনো আগলে রাখি।
আসি।
ভালোবাসি বলেই তোমার মনের
আঙিনায় রক্ত করবীর বাগান করি।
ভালোবাসি বলেই অকারনে তোমায়
ডাকি।
ভালোবাসি বলেই তোমার নামে প্রেমের
কবিতা লিখি।
ভালোবাসি বলেই আমার মাঝে তুমি
আছো।
ভালোবাসি বলেই অনেক ভিড়ের মাঝেও
শুধু তোমাকে খুঁজি।
ভালোবাসি বলেই আমার মনের সাত রং
দিয়ে শুধু তোমারি ছবি আকি।
ভালোবাসি বলেই তোমার আসার পথ
চেয়ে একনো অপেক্ষা করি।
ভালোবাসি বলেই এখনো তোমার দেয়া
কষ্ট গুলো কে এই বুকে লালন করি।
ভালোবাসি বলেই কষ্ট পেয়ে আড়াল হয়ে
এখনো কাদিঁ।
ভালোবাসি বলেই তোমার আমার স্মৃতি
গুলো কে এখনো আগলে রাখি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুমন দাস। ০৪/১১/২০১৭খুব সুন্দর
-
সুজয় সরকার ০৪/১১/২০১৭ভিড়,কাঁদি,আঁকি-অনবধানবশত ঘটে যাওয়া বানানগুলি ঠিক করে নিন।আপনার কবিতা আপনার সরলতার প্রকাশ তবে আপনার কাছ থেকে আরও সুন্দর কবিতার আশা রাখি,কারন যা সরল তা সহজ,যা সহজ তা সত্য,যা সত্য তা-ই সুন্দর।
-
সোলাইমান ০৪/১১/২০১৭চমৎকৃত, কি অসাধারন দক্ষতায় লিখে চলেছেন।
শুভেচ্ছা রইল প্রিয়।।। -
মধু মঙ্গল সিনহা ০৩/১১/২০১৭অপূর্ব ছন্দ