মাঝে মাঝে
মাঝে মাঝে ইচ্ছে করে আকাশ
পানে উড়ে যেতে।
তোমার দেয়া কষ্ট গুলো ফানুসের মতো আকাশে উড়িয়ে দিতে।
রাতের বেলা অন্ধকার ঘরে চলে আলো ছায়ার
খেলা।
সে খেলাতে মেতে উঠে বুকের ভিতর লুকিয়ে
থাকা কষ্টেরা।
হয় তো আছো অনেক সুখে অন্য করো মাঝে
ভুল হয়েছে তোমায় ভালোবেসে।
আজ দেখি সব হয়েছে মিছে যা তুমি আমায়
বলেছিলে।
পাল্টে গেছে সব কিছু আজ আমি নেই আমার
মাঝে।
নতুন কোনো রুপ নিয়ে আজ গেছো অন্য
কারো মাঝে।
কষ্টেরা আজ খেলা করে আমার অন্ধকার
ঘরের মাঝে।
পানে উড়ে যেতে।
তোমার দেয়া কষ্ট গুলো ফানুসের মতো আকাশে উড়িয়ে দিতে।
রাতের বেলা অন্ধকার ঘরে চলে আলো ছায়ার
খেলা।
সে খেলাতে মেতে উঠে বুকের ভিতর লুকিয়ে
থাকা কষ্টেরা।
হয় তো আছো অনেক সুখে অন্য করো মাঝে
ভুল হয়েছে তোমায় ভালোবেসে।
আজ দেখি সব হয়েছে মিছে যা তুমি আমায়
বলেছিলে।
পাল্টে গেছে সব কিছু আজ আমি নেই আমার
মাঝে।
নতুন কোনো রুপ নিয়ে আজ গেছো অন্য
কারো মাঝে।
কষ্টেরা আজ খেলা করে আমার অন্ধকার
ঘরের মাঝে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৭/১০/২০১৭অপূর্ব ...
-
সোলাইমান ২৬/১০/২০১৭অপূর্ব সুন্দর কাব্যিকতায় লেখা দারুন সুন্দর কবিতা। অনেক অনেক শুভকামনা রইল প্রিয় কবি।।
-
সুমন দাস। ২৪/১০/২০১৭সুন্দর
-
কামরুজ্জামান সাদ ২৪/১০/২০১৭অনিন্দ্য
-
আজাদ আলী ২৪/১০/২০১৭Bah Sundar kobita