তরী
আমারি তরী ভাসিয়া চলিছে
নদীর কোন পাড়ে।
সেই তরীতে আছে আমারি স্বপ্ন
আশা।
যা ভাসিয়া গেলো মোর তরী ভংকর নদীর
বানে।
করেছি কতো সাধনা শুধু তোমারে নিয়ে নাহি
আজ সেই প্রিয়ে।
তরী তো ভাসিয়াছে কোন অজানা খুঁজে
আসিবে না আর ফিরে।
যা যায় চলে একবার আসিবে না আর ফিরে
কেনো এতো মিছে মায়া ক্রন্দন করে।
যা ছিলো না আমারি নিয়ে গেছে তরী অন্য
খানে।
শুধুই মোর ব্যাথা জাগিয়া উঠে প্রতি নিশীথ
রাতে।
তরী গেছে ভাসিয়া কি আর করিবো মিছে
আশা করিয়া।
একদি যে হবে শেষ জীবনের মানে থাকিবে
না মোর তরী সেই সময়ে।
হাসিবো সবার সমনে দু:খ আড়াল করে
যা প্রকাশ করিবো কবিতার মঝে।
তরী মোর ভাসিয়া গিয়াছে অজানা কোন
নদীর কুলে।
যদি কখনো হাসিয়া থাকো আমার কষ্টে
লিখিবো আমি কবিতার মাঝে।
নাহি কিছু পারিবো আর সে আমি জানি পারিবো
শুধু আমার কষ্টে তোমাকে হাসাতে।
নদীর কোন পাড়ে।
সেই তরীতে আছে আমারি স্বপ্ন
আশা।
যা ভাসিয়া গেলো মোর তরী ভংকর নদীর
বানে।
করেছি কতো সাধনা শুধু তোমারে নিয়ে নাহি
আজ সেই প্রিয়ে।
তরী তো ভাসিয়াছে কোন অজানা খুঁজে
আসিবে না আর ফিরে।
যা যায় চলে একবার আসিবে না আর ফিরে
কেনো এতো মিছে মায়া ক্রন্দন করে।
যা ছিলো না আমারি নিয়ে গেছে তরী অন্য
খানে।
শুধুই মোর ব্যাথা জাগিয়া উঠে প্রতি নিশীথ
রাতে।
তরী গেছে ভাসিয়া কি আর করিবো মিছে
আশা করিয়া।
একদি যে হবে শেষ জীবনের মানে থাকিবে
না মোর তরী সেই সময়ে।
হাসিবো সবার সমনে দু:খ আড়াল করে
যা প্রকাশ করিবো কবিতার মঝে।
তরী মোর ভাসিয়া গিয়াছে অজানা কোন
নদীর কুলে।
যদি কখনো হাসিয়া থাকো আমার কষ্টে
লিখিবো আমি কবিতার মাঝে।
নাহি কিছু পারিবো আর সে আমি জানি পারিবো
শুধু আমার কষ্টে তোমাকে হাসাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২২/০৪/২০১৭ভাল লাগলো ...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২২/০৪/২০১৭ভালো। কিন্তু বানানে মন দিতে হবে। অনেক শুভেচ্ছা।
-
মেহেদী হাসান (নয়ন) ২২/০৪/২০১৭বাহ! বেশ ভাল...।
-
পরশ ২২/০৪/২০১৭খুব ভাল লাগছে
-
মধু মঙ্গল সিনহা ২২/০৪/২০১৭ধন্যবাদ কবি।