দিন চলে যায়
রাতের অন্ধকারের বুক চিরে আসে
ভোর।
সাগর যেনো করছে খেলা নীল
আকাশের সাথে।
পাহাড় যেনো সেজেছে আজ প্রকৃতির
সাজে।
সেই মধুর পেইন্টিং একেছে কে তুমি জগদীশ
ভাই।
গাছে গাছে ডাকে পাখি নিজের সুর দিয়ে বুঝে
যায় এই বুঝি বসন্ত যায় ছোঁয়া দিয়ে।
ঘনো কালো অন্ধকার দিগন্ত জুড়ে বিদ্যুৎ চমকায় এই বুঝি বৈশাখ আসার খবর পাই।
একে একে মনে পড়ে ঝরের দিনে আম কুড়াবার
ধুম মনে পড়ে সেই বলক দিনের সুখ।
এখন আসে কতো দিন আসে কতো সময় আমি বসে আছি একলা।
হারিয়ে যাওয়া দিন গুলি আবার ফিরে পেতাম
খুব যত্ন করে রেখে দিবো আমার মনের ঘরে।
ভোর।
সাগর যেনো করছে খেলা নীল
আকাশের সাথে।
পাহাড় যেনো সেজেছে আজ প্রকৃতির
সাজে।
সেই মধুর পেইন্টিং একেছে কে তুমি জগদীশ
ভাই।
গাছে গাছে ডাকে পাখি নিজের সুর দিয়ে বুঝে
যায় এই বুঝি বসন্ত যায় ছোঁয়া দিয়ে।
ঘনো কালো অন্ধকার দিগন্ত জুড়ে বিদ্যুৎ চমকায় এই বুঝি বৈশাখ আসার খবর পাই।
একে একে মনে পড়ে ঝরের দিনে আম কুড়াবার
ধুম মনে পড়ে সেই বলক দিনের সুখ।
এখন আসে কতো দিন আসে কতো সময় আমি বসে আছি একলা।
হারিয়ে যাওয়া দিন গুলি আবার ফিরে পেতাম
খুব যত্ন করে রেখে দিবো আমার মনের ঘরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোহেল রানা আশিক ২১/০৪/২০১৭সুন্দর ভাবনা