নারী
হাজার বছর ধরে যেনো তোমারে করেছি সাধনা।
তোমাকে নিয়ে লিখা হলো কতো কাব্ব্যিক
কথা।
ইতিহাস বলে যায় ছিলে তুমি মায়াবী তোমাকে বুঝার ক্ষমতা কারো নাই তুমি যে নারী।
সময়ের সাথে তুমি ধরেছো কতো রুপ এই বুঝি
তোমার মায়া সুখ।
তুমি যে নারী তোমার আছে মোহ করার আদৃশ্য শক্তির রুপ।
তোমার মাঝে আছে অনকে মায়া জাল সেই
জাল ভেদ করার সাধ্য আছে কার।
তোমাকে নিয়ে লিখা হয় হাজার বছরের ইতিহাস।
নারী আছে তোমার কতো রুপ বুঝিবার ক্ষমতা
কারোর নাই।
তোমাকে নিয়ে লিখা হলো কতো কাব্ব্যিক
কথা।
ইতিহাস বলে যায় ছিলে তুমি মায়াবী তোমাকে বুঝার ক্ষমতা কারো নাই তুমি যে নারী।
সময়ের সাথে তুমি ধরেছো কতো রুপ এই বুঝি
তোমার মায়া সুখ।
তুমি যে নারী তোমার আছে মোহ করার আদৃশ্য শক্তির রুপ।
তোমার মাঝে আছে অনকে মায়া জাল সেই
জাল ভেদ করার সাধ্য আছে কার।
তোমাকে নিয়ে লিখা হয় হাজার বছরের ইতিহাস।
নারী আছে তোমার কতো রুপ বুঝিবার ক্ষমতা
কারোর নাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
খায়রুল আহসান ১৯/০৪/২০১৭বেশ!
-
সন্দীপন পাল(শুভ) ১৯/০৪/২০১৭অসাধারণ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৯/০৪/২০১৭ভালো।
-
মধু মঙ্গল সিনহা ১৮/০৪/২০১৭ধন্যবাদ ।