মেঘ বালিকা
বইছে বাতাস এলোমেলো ভাবে
খোলা জানালার পাশে।
দেখেছিনু তোমাকে সেই জানালার পাশে দাঁড়িয়ে।
বাতাসে উড়িতেছিলো তোমারি খোলা কেশ।
আমি নয়ন ভরিয়া দেখিতাছি সেই কালো কেশ
যেনো কবি লিখিতেছে বাহ এই তো বেশ।
তোমারি কাজল কালো আঁখি আমারি কাছে লাগিতাছে
ভালোবাসার অন্য আবেশ।
তুমি ধরিয়াছো মায়াবী বেশ যে দেখিবে তোমারি
মোহে পড়িবে।
তুমি অন্য এক মেঘ বালিকা যতো দেখি তোমারে জাগিয়া
উঠে অতি পুরাতন ব্যাথা।
তোমারে লয়ে আছে যে কতো কথা আমারি ক্ষতবিক্ষত
মনে।
তুমি যে মেঘ বালিকা তোমাকে যত দেখি মনের বাসনা হয়
না যে শেষ।
খোলা জানালার পাশে।
দেখেছিনু তোমাকে সেই জানালার পাশে দাঁড়িয়ে।
বাতাসে উড়িতেছিলো তোমারি খোলা কেশ।
আমি নয়ন ভরিয়া দেখিতাছি সেই কালো কেশ
যেনো কবি লিখিতেছে বাহ এই তো বেশ।
তোমারি কাজল কালো আঁখি আমারি কাছে লাগিতাছে
ভালোবাসার অন্য আবেশ।
তুমি ধরিয়াছো মায়াবী বেশ যে দেখিবে তোমারি
মোহে পড়িবে।
তুমি অন্য এক মেঘ বালিকা যতো দেখি তোমারে জাগিয়া
উঠে অতি পুরাতন ব্যাথা।
তোমারে লয়ে আছে যে কতো কথা আমারি ক্ষতবিক্ষত
মনে।
তুমি যে মেঘ বালিকা তোমাকে যত দেখি মনের বাসনা হয়
না যে শেষ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৬/০৪/২০১৭
-
অপর্ণা পাল(দেবী) ১৬/০৪/২০১৭মায়াবী সেই মেঘ বালিকার ভাবনা অসাধারণ
-
মধু মঙ্গল সিনহা ১৫/০৪/২০১৭অসাধারন।
ধন্যবাদ! ধন্যবাদ!!