বাঁধন
যত্ন করে গড়লে যে নীড়
ভাঙ্গলে তুমি নিজের ভুলে,
খাঁচায় পোষা পাখীর বাঁধন
নিজের হাতেই দিলে খুলে।
চার দেয়ালে বন্দী জীবন
নয়তো স্বাধীন ইচ্ছেগুলো,
থাকলে সেথায় অবহেলা
স্বচ্ছ কাঁচেও পড়ে ধূলো।
কষ্ট প্রদীপ জ্বালিয়ে ঘরে
রইলে নিজেই অন্ধকারে;
পিপিলিকা মনটা পোড়াও
অজানা এক সুখের ঘোরে।
ঘর যদি হয় মনের মতো
থাকলো নাহয় কষ্ট তাতে,
বনের পাখী সুখের খোঁজে,
সোনার খাঁচা চায় কি পেতে!
খাঁচার বাধঁন খুলবে যদি
মনের বাঁধন আর রেখোনা,
উড়লে পাখী মুক্ত ডানায়
পিছন থেকে আর ডেকোনা।
ভাঙ্গলে তুমি নিজের ভুলে,
খাঁচায় পোষা পাখীর বাঁধন
নিজের হাতেই দিলে খুলে।
চার দেয়ালে বন্দী জীবন
নয়তো স্বাধীন ইচ্ছেগুলো,
থাকলে সেথায় অবহেলা
স্বচ্ছ কাঁচেও পড়ে ধূলো।
কষ্ট প্রদীপ জ্বালিয়ে ঘরে
রইলে নিজেই অন্ধকারে;
পিপিলিকা মনটা পোড়াও
অজানা এক সুখের ঘোরে।
ঘর যদি হয় মনের মতো
থাকলো নাহয় কষ্ট তাতে,
বনের পাখী সুখের খোঁজে,
সোনার খাঁচা চায় কি পেতে!
খাঁচার বাধঁন খুলবে যদি
মনের বাঁধন আর রেখোনা,
উড়লে পাখী মুক্ত ডানায়
পিছন থেকে আর ডেকোনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৩/০৩/২০১৭শব্দের জলরংঙে আঁকা দারুণ এক ছবি
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৩/০৩/২০১৭অসম্ভব সুন্দর
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৩/০৩/২০১৭অসাধারণ!