দিনশেষে
দিন শেষে নেমে আসে সন্ধার ঘন্টাধ্বনি।
মেষপালক ছুটে চলে মৃদু বাতাসে বিস্তৃত এ প্রান্তরে।
ক্লান্ত চাষা ফিরে আসে ঘরে
এবং পৃথিবী ঢেকে যায় আঁধারের সাথে।
আমিও
মিলিয়ে যায় প্রাকৃতিক ভূদৃশ্য ক্ষীণ আলোয়।
চারদিক হয়ে যায় নীরব,নিস্তব্ধ
থেমে যায় জোঁনাকীর গুণগুণ ধ্বনি।
আর টুংটাং শব্দে মেষপাল খোঁজে রাতের আশ্রয়।
মেষপালক ছুটে চলে মৃদু বাতাসে বিস্তৃত এ প্রান্তরে।
ক্লান্ত চাষা ফিরে আসে ঘরে
এবং পৃথিবী ঢেকে যায় আঁধারের সাথে।
আমিও
মিলিয়ে যায় প্রাকৃতিক ভূদৃশ্য ক্ষীণ আলোয়।
চারদিক হয়ে যায় নীরব,নিস্তব্ধ
থেমে যায় জোঁনাকীর গুণগুণ ধ্বনি।
আর টুংটাং শব্দে মেষপাল খোঁজে রাতের আশ্রয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোনালিসা ২১/০৩/২০১৭অসাধারন
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২১/০৩/২০১৭ইংরেজী সাহিত্য চর্চার অনেকটা গন্ধ পাচ্ছি!!!
ধন্যবাদ::::::::::::................::::::::::::: -
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২০/০৩/২০১৭বাহ চমৎকার