ঘুষ
অনেকেই বলে পাল্টে দিবো
দেশে চেহারা।
আবার অনেকেই বলে আমরা
এলেই সকল সমস্যার হয়ে যাবে
সমাধান।
এ দিকে চকুরীর অভাবে পাগল
হয়ে যাচ্ছে বেকার যুব সমাজ।
চাকুরীর জন্য যেখানে যায় বাবু সাহেব
বলেন আছে নাকি ঘুষ চার পাঁচ লাখ।
সেই কথা শুনে বেকার যুবক দেয় এক
লাফ।
বেকার যুবক বলে বাবু সাহেব আছে
আমার ডিগ্রী বড় বড়।
বাবু সাহেব বলে বাচাধন সেই ডিগ্রী
ধুয়ে পানি খাও এখানে কি কর।
বেকার যুবক বলে একটি মাত্র
চাকুরী চায় জনাব।
বাবু সাহেব বলেন ঘটি বাটি বেচে
আমার জন্য ঘুষ নিয়ে আসো।
এই ভাবে পাগল হয়ে যায় বেকার
যুবক সমাজ।
বাবু সাহেব ঘুষ না চেয়ে ভিক্ষে
করা অনেক ভালো।
বড় বড় কথা ছেড়ে কাজ করে দেখান
হবে উন্নত আপনার আমার দেশ।
ঘুষের কারনে ঝরে গেলো কতো
প্রান।
ঘুষ খেলে হয় শাস্তি পড়োনি কোরআন
হাদিসে।
ভয় করো তাকে যিনি সৃষ্টি করেছেন
তোমাকে।
ঘুষের জন্য শেষ হয়ে গেলো পুরো
বাংলাদেশ।
দেশে চেহারা।
আবার অনেকেই বলে আমরা
এলেই সকল সমস্যার হয়ে যাবে
সমাধান।
এ দিকে চকুরীর অভাবে পাগল
হয়ে যাচ্ছে বেকার যুব সমাজ।
চাকুরীর জন্য যেখানে যায় বাবু সাহেব
বলেন আছে নাকি ঘুষ চার পাঁচ লাখ।
সেই কথা শুনে বেকার যুবক দেয় এক
লাফ।
বেকার যুবক বলে বাবু সাহেব আছে
আমার ডিগ্রী বড় বড়।
বাবু সাহেব বলে বাচাধন সেই ডিগ্রী
ধুয়ে পানি খাও এখানে কি কর।
বেকার যুবক বলে একটি মাত্র
চাকুরী চায় জনাব।
বাবু সাহেব বলেন ঘটি বাটি বেচে
আমার জন্য ঘুষ নিয়ে আসো।
এই ভাবে পাগল হয়ে যায় বেকার
যুবক সমাজ।
বাবু সাহেব ঘুষ না চেয়ে ভিক্ষে
করা অনেক ভালো।
বড় বড় কথা ছেড়ে কাজ করে দেখান
হবে উন্নত আপনার আমার দেশ।
ঘুষের কারনে ঝরে গেলো কতো
প্রান।
ঘুষ খেলে হয় শাস্তি পড়োনি কোরআন
হাদিসে।
ভয় করো তাকে যিনি সৃষ্টি করেছেন
তোমাকে।
ঘুষের জন্য শেষ হয়ে গেলো পুরো
বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রশান্ত কুমার ঘোষ ১৭/০২/২০১৭বেশ বাস্তব
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৬/০২/২০১৭ভালো। কয়েকটি বানান ভুল আছে। অনেক শুভেচ্ছা।