অসমাপ্ত কবিতা
মানুষের জীবন টা কতো রঙীন
কখনো বা আনন্দ কখনো বা কান্না।
কখনো বা সুখ কখনো বা দুঃখ।
কখনো বা ভোরের উজ্জল সৃর্য কখনো
বা রাতের কালো আঁধার।
কখনো বা বসন্তের নতুন পাতা কখনো
বা শিতের ঝড়ে যাওয়া পাতা।
কখনো বা নতুন ফুলের কলি কখনো
বা ঝড়ে যাওয়া ফুল।
মানুষের জীবন টা অসমাপ্ত কবিতা
যতো লেখা হয় ততো যেনো শেষ হয়
না।
জানিনা কী ভাবে শেষ হবে সেই
কবিতা।
কখনো বা আনন্দ কখনো বা কান্না।
কখনো বা সুখ কখনো বা দুঃখ।
কখনো বা ভোরের উজ্জল সৃর্য কখনো
বা রাতের কালো আঁধার।
কখনো বা বসন্তের নতুন পাতা কখনো
বা শিতের ঝড়ে যাওয়া পাতা।
কখনো বা নতুন ফুলের কলি কখনো
বা ঝড়ে যাওয়া ফুল।
মানুষের জীবন টা অসমাপ্ত কবিতা
যতো লেখা হয় ততো যেনো শেষ হয়
না।
জানিনা কী ভাবে শেষ হবে সেই
কবিতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৪/০২/২০১৭অনবদ্য। শুভেচ্ছা।
-
মো: রিদওয়ানুল ইসলাম রিফাত ১৩/০২/২০১৭ভালো
-
পরশ ১২/০২/২০১৭সুন্দর
-
আব্দুল হক ১২/০২/২০১৭ভালো লিখেন!
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১২/০২/২০১৭সবকিছুই অসমাপ্ত থাকতে থাকতে
তার ভেতরেই একদিন শেষ
হবে এই জীবনের কবিতা!!!!! -
আলীমুশ্বান সাইমুন ১১/০২/২০১৭nice