হঠাৎ
হঠাৎ ঘুম থেকে জেগে উঠি কোনো আর্তনাদ
কন্ঠসর শুনে।
কারা যেনো চিৎকার করে বলছে দয়া করো
আমাদের।
বাঁচতে দাও আমাদের আসহায় মানুষ গুলো
পিষ্ট হয়ে যাচ্ছে ক্ষমতার যাতা কলে পড়ে।
চলছে ক্ষমতা নিয়ে রস্যের বুনা জাল আর
জালে শিকার হচ্ছে নিরহ জনতা।
অধিকার দেওয়ার কথা বলে ছিনিয়ে নিচ্ছে
মানুষের প্রান।
এই ভাবেই কি চলবে মরণ খেলার ফাঁদ
আর কতো।
হয়েছে অনেক ভালো মানুষের অভিনয় তোমরা
এক একটা দানব।
তোমরা ভালোবাস মানুষ মারতে যে মানুষ
ক্ষমতার আসনে বসিয়েছে তোমাদের।
আজ কেনো এতো হানাহানি বন্ধ করো এ সব
মরণ খেলা।
যেখানে মানুষ বাঁচতে চায় নিশ্বাস ছেড়ে এই
সুন্দর পৃথিবীতে।
কন্ঠসর শুনে।
কারা যেনো চিৎকার করে বলছে দয়া করো
আমাদের।
বাঁচতে দাও আমাদের আসহায় মানুষ গুলো
পিষ্ট হয়ে যাচ্ছে ক্ষমতার যাতা কলে পড়ে।
চলছে ক্ষমতা নিয়ে রস্যের বুনা জাল আর
জালে শিকার হচ্ছে নিরহ জনতা।
অধিকার দেওয়ার কথা বলে ছিনিয়ে নিচ্ছে
মানুষের প্রান।
এই ভাবেই কি চলবে মরণ খেলার ফাঁদ
আর কতো।
হয়েছে অনেক ভালো মানুষের অভিনয় তোমরা
এক একটা দানব।
তোমরা ভালোবাস মানুষ মারতে যে মানুষ
ক্ষমতার আসনে বসিয়েছে তোমাদের।
আজ কেনো এতো হানাহানি বন্ধ করো এ সব
মরণ খেলা।
যেখানে মানুষ বাঁচতে চায় নিশ্বাস ছেড়ে এই
সুন্দর পৃথিবীতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিকাশ দাস ১১/০২/২০১৭বেশ
-
সাইয়িদ রফিকুল হক ০৯/০২/২০১৭সবাইকে ভালো হতে হবে।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৯/০২/২০১৭সমসাময়িকীর বাস্তব ছাপ!!!
-
আব্দুল হক ০৮/০২/২০১৭বেশ আবেগপূর্ণ লিখা;