শব্দের খেলা
শব্দ গুলি যেনো করছে আজ খেলা নিজের মতো
করে।
চারি দিকে যেনো আজ বসেছে শব্দের মেলা তাই
দেখে কবি লিখে কবিতা আর ছড়া।
কতো রকমের শব্দ এসেছে আজ এ মিলন মেলায়
নিজেকে কবিতার রঙে ভাসাতে।
এদের মধ্যে আছে কতো দুষ্ট শব্দ শুধু ভুলাতে চায় মানুষের
দুঃখ কষ্ট।
আছে কতো শব্দ যা মানুষের কষ্টের সাথে মিলে মিশে
একাকার হয়ে যায়।
আছে কতো শব্দ যার মাঝে ধরে রাখে হাজার বছরের
ইতিহাস।
বসেছে আজ অনেক শব্দের মেলা যেখানে হচ্ছে অনেক
শব্দের খেলা।
খালি কাগজের পাতা নিয়ে ঘুরছে অনেক কবি সেই
শব্দের মেলায়।
আছে হরেক রকম শব্দ নিবে কে নিয়ে নাও তোমার
ভাবনায়।
করে।
চারি দিকে যেনো আজ বসেছে শব্দের মেলা তাই
দেখে কবি লিখে কবিতা আর ছড়া।
কতো রকমের শব্দ এসেছে আজ এ মিলন মেলায়
নিজেকে কবিতার রঙে ভাসাতে।
এদের মধ্যে আছে কতো দুষ্ট শব্দ শুধু ভুলাতে চায় মানুষের
দুঃখ কষ্ট।
আছে কতো শব্দ যা মানুষের কষ্টের সাথে মিলে মিশে
একাকার হয়ে যায়।
আছে কতো শব্দ যার মাঝে ধরে রাখে হাজার বছরের
ইতিহাস।
বসেছে আজ অনেক শব্দের মেলা যেখানে হচ্ছে অনেক
শব্দের খেলা।
খালি কাগজের পাতা নিয়ে ঘুরছে অনেক কবি সেই
শব্দের মেলায়।
আছে হরেক রকম শব্দ নিবে কে নিয়ে নাও তোমার
ভাবনায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইন্তিখাব আলম ০৮/০২/২০১৭amar valo laglo.
-
আলীমুশ্বান সাইমুন ০৮/০২/২০১৭wsam
-
আশুতোষ দালাল ০৮/০২/২০১৭বেশ ভালো