বৃষ্টির শব্দ
একাকি দাড়িয়ে আছি বেলকোনিতে
হাতে এক কাপ কফি নিয়ে।
অঝোর ধারায় ঝরছে বৃষ্টি আমি
মন দিয়ে শুনছি সেই শব্দ।
মনে আছে তোমার ঠিক এ রকম দিনে
দেখা হয় তোমার সাথে আমার।
বৃষ্টি এলেই বসে থাকতে না আর ঘরে
ছোট বাচ্ছাদের মতো তুমি ভিজতে
খুব আনন্দ করে।
বৃষ্টিতে ভিজতে আর রবিন্দ্র সংগীত গাইতে
আর বৃষ্টির নাচ নাচতে।
আমি মুগ্ধ হয়ে শুনতাম সেই গান আর মুগ্ধ
হয়ে দেখতাম সেই নাচ।
আজ তুমি নেই চলে গেছো অচিন দেশে
যেদিন তুমি চলে গেলে।
সেই দিন বৃষ্টি নেমেছিলো তোমাকে সরণ করে
সেই দিন প্রকৃতি কেঁদে ছিলো শুধু তোমার জন্যে।
আজ তুমি নেই আজো বৃষ্টি হয় কিন্ত তোমার
কন্ঠে সেই রবিন্দ্র সংগীত আর শুনতে পাই না।
দেখতে পাই না সেই বৃষ্টির নাচ আজ আমি
একাকী।
তোমার স্মৃতি গুলো নিয়ে আজো আমি
মরে গিয়েও বেঁচে আছি।
হাতে এক কাপ কফি নিয়ে।
অঝোর ধারায় ঝরছে বৃষ্টি আমি
মন দিয়ে শুনছি সেই শব্দ।
মনে আছে তোমার ঠিক এ রকম দিনে
দেখা হয় তোমার সাথে আমার।
বৃষ্টি এলেই বসে থাকতে না আর ঘরে
ছোট বাচ্ছাদের মতো তুমি ভিজতে
খুব আনন্দ করে।
বৃষ্টিতে ভিজতে আর রবিন্দ্র সংগীত গাইতে
আর বৃষ্টির নাচ নাচতে।
আমি মুগ্ধ হয়ে শুনতাম সেই গান আর মুগ্ধ
হয়ে দেখতাম সেই নাচ।
আজ তুমি নেই চলে গেছো অচিন দেশে
যেদিন তুমি চলে গেলে।
সেই দিন বৃষ্টি নেমেছিলো তোমাকে সরণ করে
সেই দিন প্রকৃতি কেঁদে ছিলো শুধু তোমার জন্যে।
আজ তুমি নেই আজো বৃষ্টি হয় কিন্ত তোমার
কন্ঠে সেই রবিন্দ্র সংগীত আর শুনতে পাই না।
দেখতে পাই না সেই বৃষ্টির নাচ আজ আমি
একাকী।
তোমার স্মৃতি গুলো নিয়ে আজো আমি
মরে গিয়েও বেঁচে আছি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৭/০২/২০১৭চমৎকার সূচনা
-
দ্বীপ সরকার ০৭/০২/২০১৭ভালো লিখেছেন।
-
আব্দুল হক ০৭/০২/২০১৭ভালো লিখেছেন, ধন্যবাদ!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৭/০২/২০১৭ভালোলাগা রেখে গেলাম।