একা
ছিলাম এতো দিন একা আমি হঠাৎ ধরেছো
আমার হাত।
আগলে রেখেছো খুব যত্ন করে তোমার বুকের
মধ্যে আমাকে।
আমার শরীলের প্রান তুমি তোমাকে ছাড়া কি
করে বেঁচে থাকবো আমি।
এই অসময়ে তোমাকে ছেড়ে পাড়ি দিবো কোনো
এক অজানা ঠিকানায়।
নতুন মানুষ নতুন শহর আমি হয়ে যাবো যাযাবর
কোনো এক ভিন দেশে।
আমি যে তোমারি শুধুই যে তোমার আমারি
ভালোবাসা বেঁচে থাকবে চিরো কাল।
অপেক্ষা করো যদি থাকি বেঁচে আসবো আবার
ফিরে ধরবো তোমার নরম দুটি হাত।
আমি যে শুধু তোমাকে ভালোবাসি ক্ষমা করো
আমায় কষ্ট দিয়েছি তোমায়।
আমার হাত।
আগলে রেখেছো খুব যত্ন করে তোমার বুকের
মধ্যে আমাকে।
আমার শরীলের প্রান তুমি তোমাকে ছাড়া কি
করে বেঁচে থাকবো আমি।
এই অসময়ে তোমাকে ছেড়ে পাড়ি দিবো কোনো
এক অজানা ঠিকানায়।
নতুন মানুষ নতুন শহর আমি হয়ে যাবো যাযাবর
কোনো এক ভিন দেশে।
আমি যে তোমারি শুধুই যে তোমার আমারি
ভালোবাসা বেঁচে থাকবে চিরো কাল।
অপেক্ষা করো যদি থাকি বেঁচে আসবো আবার
ফিরে ধরবো তোমার নরম দুটি হাত।
আমি যে শুধু তোমাকে ভালোবাসি ক্ষমা করো
আমায় কষ্ট দিয়েছি তোমায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রশান্ত কুমার ঘোষ ০৬/০২/২০১৭বেশ ভালো
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০২/২০১৭মানুষ আসলেই একা।
-
রাবেয়া মৌসুমী ০৬/০২/২০১৭কঠিন বাস্তবতায় প্রেম..
-
পরশ ০৬/০২/২০১৭এত প্রেম...
-
আব্দুল হক ০৬/০২/২০১৭ভালো লিখা!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৬/০২/২০১৭সুন্দর।