ঘুম মগ্নে
কতো টুকু গভীরতম ঘুম মগ্নে ছিলে বুঝতে
পারোনি হয়েছে তোমার সর্বনাশ।
অকালে তুমি শরীল বিলিয়ে দিচ্ছ নিলামের
হারে দাম উঠলে তুমি হয়ে যাও পুরুষের বিলাস।
তোমাকে দেখতে দেখায় খুব সুন্দর কিন্ত ভিতরে
যে বাস করে অসুন্দর।
মনে কি পরে না সেই দিনের কথা যখন সমাপ্ত
হবে এই জীবন কথা।
তখন তোমার রুপ তোমার যৌবন সবই যে হবে
বৃথা।
দাড়াবে যখন কাঠগড়াতে বলবে কি ওই হাকিম
কে।
যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবী কে সকল
আদমের জন্যে।
একদিন সময় যাবে ফুরিয়ে যেতে সবাই কে
এই জগত সংসার ছেড়ে।
পারোনি হয়েছে তোমার সর্বনাশ।
অকালে তুমি শরীল বিলিয়ে দিচ্ছ নিলামের
হারে দাম উঠলে তুমি হয়ে যাও পুরুষের বিলাস।
তোমাকে দেখতে দেখায় খুব সুন্দর কিন্ত ভিতরে
যে বাস করে অসুন্দর।
মনে কি পরে না সেই দিনের কথা যখন সমাপ্ত
হবে এই জীবন কথা।
তখন তোমার রুপ তোমার যৌবন সবই যে হবে
বৃথা।
দাড়াবে যখন কাঠগড়াতে বলবে কি ওই হাকিম
কে।
যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবী কে সকল
আদমের জন্যে।
একদিন সময় যাবে ফুরিয়ে যেতে সবাই কে
এই জগত সংসার ছেড়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৫/০২/২০১৭বেশ!
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৫/০২/২০১৭অসম্ভব থিম আর শব্দ চয়ন
আরো ভালো লিখবেন, এই প্রত্যাশা....
ধন্যবাদ -
রাবেয়া মৌসুমী ০৪/০২/২০১৭সুন্দর কথা,
-
পরশ ০৪/০২/২০১৭অসাধারন
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০২/২০১৭জেগে উঠুক মানুষের বিবেক।
-
কাজী জুবেরী মোস্তাক ০৪/০২/২০১৭ভালো লাগলো