মায়ার চাদর
এই কেমন মায়ার চাদরে জড়ালে আমায় এই
মন শুধুই যে তোমাকে চায়।
অনেক কেটে যায় রাত তোমাকে ভেবে এই বুঝি
বসলে আমার পাশে।
অন্তরে তব এঁকেছি তোমারি ছবি তোমায় নিয়ে
আমি সুখের স্বপ্ন বুনি।
তুমি সন্ধারো মেঘমালা তুমি আমারি সাধের ও
সাধনা।
তুমি তব আছো নিরবে আমার গহীন অন্তরে
তব সুর করি তোমায় নিয়ে।
অনাদিকাল ভালোবেসে যাবো তোমায় এই
জীবনে।
যদি নাহি ভালোবাস আমায় তব মনে রেখো
আমায়।
মন শুধুই যে তোমাকে চায়।
অনেক কেটে যায় রাত তোমাকে ভেবে এই বুঝি
বসলে আমার পাশে।
অন্তরে তব এঁকেছি তোমারি ছবি তোমায় নিয়ে
আমি সুখের স্বপ্ন বুনি।
তুমি সন্ধারো মেঘমালা তুমি আমারি সাধের ও
সাধনা।
তুমি তব আছো নিরবে আমার গহীন অন্তরে
তব সুর করি তোমায় নিয়ে।
অনাদিকাল ভালোবেসে যাবো তোমায় এই
জীবনে।
যদি নাহি ভালোবাস আমায় তব মনে রেখো
আমায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাজী জুবেরী মোস্তাক ০৪/০২/২০১৭মা
-
মুহাম্মদ রুমান ০২/০২/২০১৭অসাধারণ
-
মেহেদী হাসান (নয়ন) ০১/০২/২০১৭দারুন হয়েছে কবি
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩১/০১/২০১৭দারুন।
-
কে. পাল ৩১/০১/২০১৭বেশ
-
পরশ ৩১/০১/২০১৭ওয়াও
-
মুহাম্মদ রুমান ৩১/০১/২০১৭good
-
আব্দুল হক ৩০/০১/২০১৭সুন্দর সুন্দর কথা!