মনের মাধুরী
মনেরো মাধুরী রং মিশায়ে তোমারি ছবি
এঁকেছি।
সুন্দর অবয়েব এ শুধু তোমারে আমি সাজিয়েছি
স্বপনো বালিকার মতে করে।
বাঁধিয়াছি সুর তোমারে লয়ে রাতের ধ্রুব তারকার
বেশে।
বেজে উঠিয়াছে বাঁশি কাশবনের ঐ সাদা রঙের
মাঝে।
তোমারি আমি করেছি রচনা কতো সাধনার
মাঝে।
আজ দেখি তুমি করছো লুকোচুরি আমারি
সাথে।
ভাবনায় তুমি করছো খেলা কোন অজানার
মাঝে।
ধরেছো বেশ নতুন করে অন্য রকম সাজে
ভয় করে হারিয়ে যাও অন্য কারো মাঝে।
এঁকেছি।
সুন্দর অবয়েব এ শুধু তোমারে আমি সাজিয়েছি
স্বপনো বালিকার মতে করে।
বাঁধিয়াছি সুর তোমারে লয়ে রাতের ধ্রুব তারকার
বেশে।
বেজে উঠিয়াছে বাঁশি কাশবনের ঐ সাদা রঙের
মাঝে।
তোমারি আমি করেছি রচনা কতো সাধনার
মাঝে।
আজ দেখি তুমি করছো লুকোচুরি আমারি
সাথে।
ভাবনায় তুমি করছো খেলা কোন অজানার
মাঝে।
ধরেছো বেশ নতুন করে অন্য রকম সাজে
ভয় করে হারিয়ে যাও অন্য কারো মাঝে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩০/০১/২০১৭অনবদ্য।
-
মোমিনুল হক আরাফাত ৩০/০১/২০১৭sondur
-
রইস উদ্দিন খান আকাশ ৩০/০১/২০১৭সুন্দর