শিক্ষা নয় জ্ঞানের পিপাসু
আমি শিক্ষিত হতে চাইনা , আমি জ্ঞানি হতে চাই । আমি সিলেবাসের নির্দিষ্ট পড়া শিখে পরীক্ষায় পাশ করে শিক্ষিত হতে চাইনা , আমি বাড়ির পিছনে রাতের আধারে খোলা মাঠে শুয়ে থেকে তারার কাছ থেকে কিছু শিখে জ্ঞানি হতে চাই । আমি কলেজের চার তলা ভবনের চার তলায় চার দেয়ালি রুমে ক্লাশ করে শিক্ষিত হতে চাইনা , আমি রাস্তায় রাস্তায় দৌড়ে দৌড়ে গাছপালা থেকে জ্ঞান অর্জন করতে চাই.......আমি বইয়ের পাতাকে পাতা পাতাকে পাতা মুখস্ত করে পরীক্ষায় পাশ করতে চাইনা , আমি বই না পড়ে সোজা পরীক্ষার হলে গিয়ে আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে যা সম্ভব হয় তা লিখে পরীক্ষায় ফেইল করতে চাই....আর যদি পাশ করি তাহলেতো ভালই হয়.......কারণ শিক্ষিত হয়ে কি হবে ? যদি সামান্যতম সাধারণ জ্ঞানটুকুই না থাকে !!! যদি ব্যঞ্জন বর্ণ লিখতে দিলে কোনোরকম ৩২/৩৩ টা লিখে উম উম উম উম করে মাথার চুল টেনে ছিড়ে ফেলতে হয়.....আর এই দেশে শিক্ষার মূল্য কতটুকুই বা আছে ? তা তো মিডিয়ার তোলপাড় করা খবরগুলো একটু দেখলেই বুঝা যায়... ভার্সিটি ছাত্রদের খুন , মারামারি এইগুলো একটু দেখলেই বুঝা যায়......পরিশেষে বাংলাদেশে শিক্ষার দাম নাই , , , আছে শুধু টাকার দাম ,,,,,অনেক মুল্যবান সময় নষ্ট করে অজ্ঞ মানবের লেখা পড়েছেন তাই ধন্যবাদটা আপনার প্রাপ্য..... ধন্যবাদ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মো: মাসুদুর রহমান ১৮/০৫/২০১৭সুন্দর উপস্থাপনা...
-
অপূর্ব দেব ০৬/০৫/২০১৭ধন্য কে বাদ দেওয়া গেলনা
-
সৈয়দ আলি আকবর, ০২/০৫/২০১৭SOHMOT
-
মেহেদী হাসান (নয়ন) ০১/০৫/২০১৭অস্থির লিখছেন ভাই। খুব ভাল লাগল...।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০১/০৫/২০১৭অনেক দোয়া রইল বন্ধু,
ভালো থাকবে এবং ভারো লিখবে, ইনশাল্লাহ্