www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্ন

পাতায় পাতায় স্বপ্ন লেখা
ঢালে ঢালে পূর্ণ
সব পাতা যদি যায় ছিঁড়ে
জীবন চূর্ণ-বিচূর্ণ
স্বপ্ন ? সে তো অনেক আছে
দেখি রোজ রাতে
সবগুলাই তো যায় পালিয়ে
রাত টা না পোহাতে
স্বপ্ন নাকি স্বপ্নই থাকে
বাস্তব হয় না কভু
তাহলে স্বপ্ন কেন দিলে ?
বল তুমি প্রভু
স্বপ্ন ছিলো লেখক হব
পারিনি তা আজ ও
ছড়া লিখতে কবিতা লিখি
জানিনা তো নিজে ও
দিনে ও দেখি রাতে ও দেখি
আমি কত স্বপ্ন
আছে আমার বাড়ি-গাড়ি
ধন দৌলত রত্ন
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast