স্বপ্ন
পাতায় পাতায় স্বপ্ন লেখা
ঢালে ঢালে পূর্ণ
সব পাতা যদি যায় ছিঁড়ে
জীবন চূর্ণ-বিচূর্ণ
স্বপ্ন ? সে তো অনেক আছে
দেখি রোজ রাতে
সবগুলাই তো যায় পালিয়ে
রাত টা না পোহাতে
স্বপ্ন নাকি স্বপ্নই থাকে
বাস্তব হয় না কভু
তাহলে স্বপ্ন কেন দিলে ?
বল তুমি প্রভু
স্বপ্ন ছিলো লেখক হব
পারিনি তা আজ ও
ছড়া লিখতে কবিতা লিখি
জানিনা তো নিজে ও
দিনে ও দেখি রাতে ও দেখি
আমি কত স্বপ্ন
আছে আমার বাড়ি-গাড়ি
ধন দৌলত রত্ন
ঢালে ঢালে পূর্ণ
সব পাতা যদি যায় ছিঁড়ে
জীবন চূর্ণ-বিচূর্ণ
স্বপ্ন ? সে তো অনেক আছে
দেখি রোজ রাতে
সবগুলাই তো যায় পালিয়ে
রাত টা না পোহাতে
স্বপ্ন নাকি স্বপ্নই থাকে
বাস্তব হয় না কভু
তাহলে স্বপ্ন কেন দিলে ?
বল তুমি প্রভু
স্বপ্ন ছিলো লেখক হব
পারিনি তা আজ ও
ছড়া লিখতে কবিতা লিখি
জানিনা তো নিজে ও
দিনে ও দেখি রাতে ও দেখি
আমি কত স্বপ্ন
আছে আমার বাড়ি-গাড়ি
ধন দৌলত রত্ন
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০১/০৫/২০১৭ভালো।
-
অপর্ণা পাল(দেবী) ০১/০৫/২০১৭ভাল
-
সাঁঝের তারা ৩০/০৪/২০১৭সুন্দর!