বৃষ্টি
তুমি কোথা থেকে আসো ?
কোথায় তোমার বাড়ি ?
না পাই যদি উত্তর এবার
তোমার সাথে আড়ি
ভয় পায় তোমায় লোকে
ভিজতে চায় না জলে
কেও কেও আবার অপেক্ষা করে
তোমায় দেখবে বলে
নাম কি তোমার বৃষ্টি ?
নাকি জল প্রবাহ , ঝর্ণা ?
নেই কোনো লজ্জা, নেই
কাপড়-চোপর ওড়না
সত্তিই মেঘে থাকো তুমি ?
নাকি অন্য কিছু
এটাই যদি হয় সত্তি এবার
ছুটব তোমার পিছু...
কোথায় তোমার বাড়ি ?
না পাই যদি উত্তর এবার
তোমার সাথে আড়ি
ভয় পায় তোমায় লোকে
ভিজতে চায় না জলে
কেও কেও আবার অপেক্ষা করে
তোমায় দেখবে বলে
নাম কি তোমার বৃষ্টি ?
নাকি জল প্রবাহ , ঝর্ণা ?
নেই কোনো লজ্জা, নেই
কাপড়-চোপর ওড়না
সত্তিই মেঘে থাকো তুমি ?
নাকি অন্য কিছু
এটাই যদি হয় সত্তি এবার
ছুটব তোমার পিছু...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অপর্ণা পাল(দেবী) ৩০/০৪/২০১৭ভালো
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৪/২০১৭আবেগ ভালো।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩০/০৪/২০১৭ভালো।
-
রবিউল ইসলাম রাব্বি ৩০/০৪/২০১৭বাহ্ চমৎকার
-
সাঁঝের তারা ২৯/০৪/২০১৭খুব সুন্দর ...