বিদ্রোহী খুকি
বিদ্রোহী খুকি
___রেজাউল রেজা___
-
বাপকে শাসায় ছোট্ট খুকি
পুতুল আনতে হবে,
পুতুল ছাড়া আজকে তুমি
ঘরের বাইরে রবে।
কোনো কথা শুনবনা আজ
পুতুল আমার চাই,
পুতুল ছাড়া আজকে তোমার
বাড়ির ভাত নাই।
পুতুল দেখে খুলব কপাট
নইলে খুলব না,
অনেক বেশি বেড়ে গেছ
ভাঙব তোমার পা।
ছেলে হয়ে মায়ের কথা
যদি না শোন,
তোমার কপালে দুঃখ আছে
খেতে দিবনা কোনো।
____________
লেখা-০৪ এপ্রিল,২০১৮
___রেজাউল রেজা___
-
বাপকে শাসায় ছোট্ট খুকি
পুতুল আনতে হবে,
পুতুল ছাড়া আজকে তুমি
ঘরের বাইরে রবে।
কোনো কথা শুনবনা আজ
পুতুল আমার চাই,
পুতুল ছাড়া আজকে তোমার
বাড়ির ভাত নাই।
পুতুল দেখে খুলব কপাট
নইলে খুলব না,
অনেক বেশি বেড়ে গেছ
ভাঙব তোমার পা।
ছেলে হয়ে মায়ের কথা
যদি না শোন,
তোমার কপালে দুঃখ আছে
খেতে দিবনা কোনো।
____________
লেখা-০৪ এপ্রিল,২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ রোকনুজ্জামান রীপন ০৮/০৪/২০১৮কবিতাটি পাঠ করে মুগ্দ হলাম সত্যি অসাধারণ লিখেছেন
-
সাঁঝের তারা ০৬/০৪/২০১৮মায়ের কথা তো শুনতে হবে! সুন্দর ...
-
হুসাইন দিলাওয়ার ০৫/০৪/২০১৮বাহ বাহ বাহ
-
আব্দুল হক ০৪/০৪/২০১৮সুন্দর কথা!!
-
কামরুজ্জামান সাদ ০৪/০৪/২০১৮চমৎকার কবিতা