কিশোরীর দল
কিশোরীর দল
---রেজাউল রেজা---
-
রোদে ঝিলমিল হাসে খিলখিল
কিশোরী ওখানে ঐ,
সকাল সন্ধ্যে মাটির গন্ধে
মিলেছে সকল সই।
একে অপরের খোপা বাঁধছে
তেল দিচ্ছে কেউ,
মাঝে মাঝে শোনা যাচ্ছে
তাদের হাসির ঢেউ।
দলে দলে সব কিশোরী
জল আনতে যায়,
ঘুঙুর ঘুঙুর নূপুর বাজে
তাদের দুটি পায়।
কারো বিয়ে হলে গাঁয়ে
তারা সবাই যায়,
গলায় ওরা গলা মিলিয়ে
বিয়ের গীত গায়।
চঞ্চলা সব কিশোরীদের দেখে
গল্প করে লোকে,
ওরাই মোদের গাঁয়ের শোভা
ওদেরকে কে রোখে?
_________________
লেখা-৩১মার্চ,২০১৮
---রেজাউল রেজা---
-
রোদে ঝিলমিল হাসে খিলখিল
কিশোরী ওখানে ঐ,
সকাল সন্ধ্যে মাটির গন্ধে
মিলেছে সকল সই।
একে অপরের খোপা বাঁধছে
তেল দিচ্ছে কেউ,
মাঝে মাঝে শোনা যাচ্ছে
তাদের হাসির ঢেউ।
দলে দলে সব কিশোরী
জল আনতে যায়,
ঘুঙুর ঘুঙুর নূপুর বাজে
তাদের দুটি পায়।
কারো বিয়ে হলে গাঁয়ে
তারা সবাই যায়,
গলায় ওরা গলা মিলিয়ে
বিয়ের গীত গায়।
চঞ্চলা সব কিশোরীদের দেখে
গল্প করে লোকে,
ওরাই মোদের গাঁয়ের শোভা
ওদেরকে কে রোখে?
_________________
লেখা-৩১মার্চ,২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদ খোকন নাজিরী ০২/০৭/২০১৮অসাধারণ স্মৃতিচারণ।
-
মোহাম্মদ রোকনুজ্জামান রীপন ০৮/০৪/২০১৮অসাধারণ লিখেছেন শুভেচ্ছা রইল
-
কামরুজ্জামান সাদ ০১/০৪/২০১৮কিশোরীদের উচ্ছ্বলতা।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ৩১/০৩/২০১৮অমাইক সুন্দর কবিতা। তুলনা হয়না। অভিনন্দন সুন্দর আগামীর।
-
মীর মুহাম্মাদ আলী ৩১/০৩/২০১৮সুন্দর কবিতা।