সুখ ও পাপ
সুখের আশায় কর তুমি
আকাশ সম পাপ
এই দুনিয়া ক্ষণকালের
নাহি পাবে মাফ।
বাপকে নাকি পাপ ছাড়েনা
সর্বজনে কয়,
পাপের থলে ভারী হলে
তুমিও হবে লয়!
পরকালের কথা ভুলে গিয়ে
পাপের কাজে মত্ত,
ভোগ-বিলাসে মজে গিয়ে তুমি
হারিয়েছ মনুষত্ব।
পরকালের কঠিন আজাব
একবার ভাবো মন,
পাপ করিলে শাস্তি হবে
সত্য চিরন্তন।
শাস্তি থেকে রেহাই পেতে
ভালো কাজে মন দাও,
পরজীবনের পুঁজি তুমি
সঞ্চয় করে নাও।
_____________
২২ মার্চ,২০১৮
আকাশ সম পাপ
এই দুনিয়া ক্ষণকালের
নাহি পাবে মাফ।
বাপকে নাকি পাপ ছাড়েনা
সর্বজনে কয়,
পাপের থলে ভারী হলে
তুমিও হবে লয়!
পরকালের কথা ভুলে গিয়ে
পাপের কাজে মত্ত,
ভোগ-বিলাসে মজে গিয়ে তুমি
হারিয়েছ মনুষত্ব।
পরকালের কঠিন আজাব
একবার ভাবো মন,
পাপ করিলে শাস্তি হবে
সত্য চিরন্তন।
শাস্তি থেকে রেহাই পেতে
ভালো কাজে মন দাও,
পরজীবনের পুঁজি তুমি
সঞ্চয় করে নাও।
_____________
২২ মার্চ,২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৫/০৩/২০১৮ভালো কথা...
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৩/২০১৮ভালো লাগলো।