রক্তস্নাত স্মৃতি
পাক হায়েনা হানা দিলো
নিয়ে মেশিনগান
রাজারবাগে চালায় গুলি
ঝরলো কত প্রাণ।
রক্তে রাঙিয়ে লাল করল
বাংলার মায়ের প্রান্তর,
সেই কষ্টে কেঁপে উঠল
বাংলা বাসীর অন্তর।
পাক জানোয়ার মেতে উঠল
মধ্য আঁধার রাতে,
রাজাকারেরা সাহস দিল
শক্তি দিল তাতে।
রক্ত নেশায় মত্ত হয়ে
গুলি বর্ষণ চালায়,
বিভীষিকাময় সেই ঘটনা
আজও আমায় কাঁদায়।
রক্তের হলি চোখে ভাসলে
ব্যথা ওঠে এই মাথায়।।
----------------------
লেখা-২০মার্চ,২০১৮
★কবিতাটি "আন্তর্জাতিক স্বাধীন বাংলা সাহিত্য ও সমাজকল্যান পরিষদ" আয়োজিত ছন্দমিলকরণ প্রতিযোগীতায় সেরা কবিতা নির্বাচিত হয় ২০মার্চ,২০১৮ তারিখে।
নিয়ে মেশিনগান
রাজারবাগে চালায় গুলি
ঝরলো কত প্রাণ।
রক্তে রাঙিয়ে লাল করল
বাংলার মায়ের প্রান্তর,
সেই কষ্টে কেঁপে উঠল
বাংলা বাসীর অন্তর।
পাক জানোয়ার মেতে উঠল
মধ্য আঁধার রাতে,
রাজাকারেরা সাহস দিল
শক্তি দিল তাতে।
রক্ত নেশায় মত্ত হয়ে
গুলি বর্ষণ চালায়,
বিভীষিকাময় সেই ঘটনা
আজও আমায় কাঁদায়।
রক্তের হলি চোখে ভাসলে
ব্যথা ওঠে এই মাথায়।।
----------------------
লেখা-২০মার্চ,২০১৮
★কবিতাটি "আন্তর্জাতিক স্বাধীন বাংলা সাহিত্য ও সমাজকল্যান পরিষদ" আয়োজিত ছন্দমিলকরণ প্রতিযোগীতায় সেরা কবিতা নির্বাচিত হয় ২০মার্চ,২০১৮ তারিখে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৪/০৩/২০১৮সুন্দর লিখেছেন
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০৩/২০১৮ভালো লাগলো।
-
মুহাম্মদ রুমান ২২/০৩/২০১৮valo
-
মোঃ ফাহাদ আলী ২২/০৩/২০১৮ছন্দের তালে পুরনো ব্যাথা জেগে ওঠে মনের গহীনে।